বুধবার ০১ মে ২০২৪
Online Edition

মাগুরায় ঝড় শিলাবৃষ্টি নিহত ২ ॥ আহত ২০ জন

মাগুরা সংবাদদাতা : মাগুরায় শুক্রবার বিকেলে আকস্মিক ঝড় এবং শিলাবৃষ্টির কবলে পড়ে আকরাম হোসেন নামে এক ব্যক্তি এবং রেহান নামে সাড়ে তিন বছরের শিশুর মৃত্যু অন্ততঃ ২০ জন আহত হয়েছে। এ ছাড়া এলাকার আমসহ ক্ষেতের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানায়, বিকেল ৫ টার দিকে ঝড়ের সাথে প্রচন্ড শিলাবৃষ্টি শুরু হলে মাগুরা সদর উপজেলার ডহর সিংড়া গ্রামের মাঠে কাজ করার সময় আকরাম হোসেন (৩৫) শিলার আঘাতে মারাত্মক আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে আনার পথে সে মারা যায়। নিহত আকরাম মহম্মাদপুর উপজেলার খালিয়া গ্রামের মদন মোল্লার ছেলে। সে তার শ্বশুরবাড়ি ডহর সিংড়া গ্রামে জমিতে কাজ করছিল। অপরদিকে মহম্মাদপুর উপজেলার রাজপাট গ্রামে রেহান নামে সাড়ে তিন বছরের শিশু ঝড়ের মধ্যে তার মাকে ডাকতে পাশের বাড়ি যাবার সময় বৃষ্টির পানি জমা গর্তে পড়ে মারা যায়। রেহান কামরুল হাসানের ছেলে। এ ছাড়া ঝড়ে মাগুরা সদর উপজেলার মঘি, কালুখালী, লস্করপুর, জগদল,রূপটি গ্রামে অন্ততঃ ৭টি গ্রামের আমসহ জমির ফসলের ব্যাপক ক্ষতি ও ২০ ঘরের চালা উড়ে গেছে। মাগুরার জেলা প্রশাসক মোঃ আতিকুর রহমান এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ