রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

রাজশাহী অফিস : গতকাল সোমবার রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়। সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি। একই সঙ্গে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। এর আগে দিবসের প্রথম প্রহরেই নগরীর বিভিন্ন শহীদ মিনারে ফুল নিয়ে ঢল নামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের।
সকালে কোর্ট শহীদ মিনারে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান, জেলা প্রশাসক এসএম আবদুল কাদের, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মাহবুবর রহমান, জেলার পুলিশ সুপার মো. শহীদুল্লাহসহ জেলা ও বিভাগীয় পর্যায়ের সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা-কর্মচারীরা। এখানে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ফুল দেন। এ সময় জেলা আ’লীগের সহ-সভাপতি বেগম আখতার জাহান এমপি, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ আ’লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারও এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে রাতে রাজশাহী কলেজ শহীদ মিনারে শ্রদ্ধা জানান জেলা ও মহানগর বিএনপিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। মহানগর বিএনপির সভাপতি সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাজশাহীর ভুবনমোহন পার্ক শহীদ মিনারে রাত ১২টা এক মিনিটে পুষ্পার্ঘ অর্পণ করেন সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। সকাল ১০টায় মহানগর আ’লীগের দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করেন মহানগর আ’লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ অন্য নেতাকর্মীরা। বিকালে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করে মহানগর আওয়ামী লীগ। এদিকে সকাল সাড়ে ৭টায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী বিভাগীয় কমিশনার প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে তিনি প্যারেড পরিদর্শন, কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ, শারীরিক কসরত পরিদর্শন ও পুরস্কার বিতরণ করেন। সকাল ৮টায় এখান থেকেই সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এদিন সকালে জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। একই সঙ্গে সেখানে প্রীতিভোজেরও আয়োজন করা হয়। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এর মধ্যে রয়েছে নগরভবনসহ ওয়ার্ড কার্যালয় ও কর্পোরেশনের স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন। নগরভবন হতে র‌্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সকাল সাড়ে ৭টায় ভুবনমোহন পার্ক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বাদ যোহর সোনাদীঘিস্থ রাজশাহী সিটি কর্পোরেশন জামে মসজিদে জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিকেল সাড়ে ৪টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে মেয়র একাদশ বনাম বিভাগীয় কমিশনার একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে সকল মসজিদে ও অন্যান্য উপাসনালয়ে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত ও প্রার্থনা। স্বাধীনতা দিবস উপলক্ষে হাসপাতাল, কারাগার, শিশুসদন, শিশু-দিবাযতœ ও শিশুবিকাশ কেন্দ্রসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এ উপলক্ষে রাজশাহী মাদরাসা ময়দানে আয়োজন করা হয় টমটম দৌড় প্রতিযোগিতা। এছাড়া শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় রক্তদান কর্মসূচি। রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেয় জাতীয় পতাকা প্রদর্শনীতে। এ উপলক্ষে রাজশাহীর উপজেলাগুলোতেও বিভিন্ন কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ