বুধবার ০১ মে ২০২৪
Online Edition

সুবিধা পাবে ৩ শতাধিক পরিবার

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা: পাঁচবিবিতে এলজিএসপির অর্থে ড্রেন নির্মাণে সুবিধা পাবে ধরঞ্জী ইউনিয়নের রতনপুর উত্তর পাড়ার ৩ শতাধিক পরিবার। নির্মাণকৃত ড্রেন দেখতে সরেজমিনে গেলে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ও  প্রকল্প সভাপতি ওয়ার্ড সদস্য, শফিকুল ইসলাম জানান এলাকার ৫ শতাধিক পরিবারে ব্যবহৃত পানি ও আশেপাশের ডোবা-নালা, জলাশয়ের পানি এই ড্রেন দিয়ে নিস্কাশন হয়। কিন্তু পাকা ড্রেন  না থাকায় বর্ষা মৌসুমের শুরুতেই মাটির কাঁচা ড্রেন ভরাট হয়ে যায়। ফলে ৬মাস ধরে  কাঁদা ও পচাঁ  পনিতে জমে থাকে ড্রেন ও রাস্তা । তখন এলাকার মানুষকে চরম  দূর্ভোগ পোহাতে হয়। আাত্মীয়-স্বজন ও সরকারি অফিসের লোকজন এলাকাতে কাদা পানির দূর্ভোগের কারণে আসতে চাই না। তাই ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার দিক নির্দেশনায় এবারে এলজিএসপি বরাদ্দ থেকে কয়েকটি ড্রেন নির্মাণ করা হচ্ছে। ফলে ৫ শতাধিক পরিবারকে আর দূর্ভোগ পোহাতে হবে না। বরাদ্দ বেশি পেলে আগামীতে এলাকার সকল মাটির রাস্তা ব্রিক সলিং ও পাকা ড্রেন নির্মান করা হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ