মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪
Online Edition

ফেনীতে ফুলকপি ও বাঁধাকপির ব্যাপক চাষ

ফেনী সংবাদদাতা: ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে এবারই প্রথম বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে শীতকালীন সবজি ফুলকপি ও বাঁধাকপি। ২ হেক্টর জমিতে আবাদ করা ফুলকপি ও বাঁধাকপি ইতোমধ্যে বাজারে বিক্রিও শুরু করেছে। কৃষি অফিস সূত্রে জানা যায়, পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা কৃষক তোফায়েল আহম্মেদ লক্ষ্মীয়ারা ব্লকের উপ-সহাকারী কৃষি কর্মকর্তা মো: জসিম উদ্দিন ও পাঁচগাছিয়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রনব চন্দ্র মজুমদারের পরামর্শে ৭০ শতক জমিতে প্রথম ফুলকপি এবং ৩০ শতক জমিতে বাঁধাকপি চাষ করে। ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন বলে জানান তোফায়েল আহম্মেদ। তিনি আগামীতে আরো বেশি জমিতে বাঁধাকপি ও ফুলকপি চাষ করবেন। মহিপাল, পাঁচগাছিয়া বাজার, দাগনভূঞা ও বসুরহাটে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে ৫ হাজার পিস ফুলকপি এবং ১ হাজার পিস বাঁধাকপি বিক্রি করেছেন। ফুলকপি ১ লাখ টাকা ও বাঁধাকপি ২০ হাজার টাকার বিক্রি হয়। এদিকে বগইড় এলাকার ওলি আহম্মেদ ১ একর জমিতে বাঁধাকপি, পাঁচগাছিয়া ফরিদ ইউনিভার্সেল সংলগ্ন সাদ্দাম মিয়া ৩০ শতক ও তেমুহনীর শরীফ আহম্মেদ ৩০-৪০ শতক জমিতে ফুলকপি ও বাঁধাকপি।
কৃষক তোফায়েল আহম্মেদ আরো জানান, সরকারি পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা পেলে সবজি চাষে কৃষকদের আগ্রহ আরো বাড়বে। পাঁচগাছিয়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রনব চন্দ্র মজুমদার জানান, অন্যান্য সবজি চাষাবাদ হলেও এবারই প্রথম ফুলকপি ও বাঁধাকপি বানিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে। লাভজনক হওয়ায় কৃষকরাও আগ্রহী হচ্ছেন বলে তিনি জানান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. খালেদ কামাল জানান, সরকারের পক্ষ থেকে কৃষকদের সহযোগিতা করা হচ্ছে।

অনলাইন আপডেট

আর্কাইভ