বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

এক নজরে বাগমারা

বাগমারা উপজেলা প্রতিষ্ঠিত ১৯৬৩ সালে। আয়তন- ৩৬৩.৩০ বর্গ কিলোমিটার, পৌরসভা ২টি, ইউনিয়ন ১৬টি, গ্রাম ৩৬২টি, মোট জমির পরিমাণ ৯০৫১৭ একর, শিক্ষিতের হার ৫০/ প্রধান পেশা কৃষি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ২২০টি, সরকারী উচ্চ বিদ্যালয় ২টি, মাধ্যমিক ও নি¤œ মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় ৯৯টি, বেসরকারী কলেজ ২২টি, মাদরাসা ৪৭টি, কারিগরী স্কুল এন্ড কলেজ ১৫টি প্রাথমিক বিদ্যালয় ২২০টি, মোট জনসংখ্যা ৩,৫৪,৬৬৪, পুরুষ ১ লক্ষ ৭৭ হাজার ১ শত ৫৭ জন, মহিলা ১ লক্ষ ৭৭ হাজার ৫ শত ৭ জন, মুসলমান সম্প্রদায় ৯৪.৪৩%, হিন্দু সম্প্রদায় ৫.৪৯%, অন্যান্য সম্প্রদায়, ৬%, হাট বাজার ৭০টি কোল্ডস্টোর ৪টি, ক্লাব ৮৫টি, সাহিত্য পরিষদ ও বাগমারা সাহিত্য পরিষদসহ ২টি, প্রেস ক্লাব ১টি, মসজিদ ১২৩৯টি, মন্দির ৬৫টি।
উল্লেখযোগ্য স্থান- তাহেরপুর রাজবাড়ী, বীরকুৎসা জমিদারের হাজার দুয়ারী বাড়ি, মচমইল জমিদারের বাড়ি, আচিন ঘাট পাঁচ পীরের মাজার, বঙ্গবন্ধু কমপ্লেক্স, দেউলিয়ায় এনা পার্ক। ৩টি পুলিশ ক্যাম্প, ২টি পুলিশ তদন্ত কেন্দ্র। এছাড়া বারনই, ফকিন্নী (রানী) ও কম্পোনদী নামে ৩টি নদী রয়েছে। বিলকালাই বিল, বিলশনি, বিলসূতি, সোনাবিলা, বিলমাললিসহ অর্ধশত ছোট বড় বিল। উপজেলা সদর ভবানীগঞ্জ বাগমারা থানা সদরের দুরত্ব ২ কিলোমিটার।

অনলাইন আপডেট

আর্কাইভ