বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

প্রায় দেড় শ’ কোটি টাকা ব্যয়ে এলজিইডি’র উন্নয়ন কাজ সম্পন্ন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার মোট ১৬ টি ইউনিয়নে প্রায় ৩২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা সংস্কার, নতুন রাস্তা পাকাকরণ, ব্রীজ নির্মাণ ও উপজেলা পরিষদ হলরুমসহ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯ থেকে ২০১৭ সময়ে বাগমার উপজেলা মোট ৯২ কিলোমিটার পল্লী সড়ক নির্মাণ করা হয়েছে। এতে মোট ৬৮.৭৫ কোটি টাকা ব্যয় হয়। একই ভাবে বাগমারা উপজেলা পরিষদ কমপ্লেক্স ও ৬টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সসহ ৩টি হাটবাজার/ঘাট নির্মাণে ১০.৮০ কোটি টাকা ব্যয় হয়। এছাড়া এসময়ের মধ্যে ১১৪ কিলোমিটার পল্লী সড়ক রক্ষণাবেক্ষণে ব্যয় ১৮.২৮ কোটি টাকা। গ্রামীণ জীবনে রাস্তা সচরাচর করতে সেতু/কালভার্ট হয়েছে ৩১১ মিটার দৈর্ঘ্যরে ৬টি সেতু বা কালভার্ট নির্মাণ করা হয়েছে। এই কাজে ব্যায় ১০.৮৬ কোটি টাকা। ২০০৯ থেকে ২০১৭ সময়ে বাগমার উপজেলা শিক্ষাক্ষেত্রে ৯টি প্রাথমিক বিদ্যালয় ভবন, ২০টি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষ সম্প্রসারণ নির্মাণ করা হয়।
উপজেলা ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য উপজেলায় ৬টি বাসগৃহ নির্মিত হয়েছে। এতে ০.৪৮ কোটি টাকা ব্যয় হয়। গত অর্থ বছরে এই উপজেলার গুরুত্বপূর্ণ সাড়ে নয় কিলোমিটার রাস্তা সংস্কার (মেরামত) করা হয়েছে। এর মধ্যে ২ কোটি টাকা ব্যয়ে বারুইহাটি থেকে ভায়া যোগীপাড়া হয়ে বীরকুৎসা পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তার মেরামত কাজ, ১ কোটি টাকা ব্যয়ে হাটগাঙ্গোপাড়া থেকে প্রসাদপুর পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তার মেরামত কাজ এবং ২ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে শিকদারী হাট থেকে তাহেরপুর হাট পর্যন্ত ৯ কিলোমিটার রাস্তার মেরামত কাজ সম্পন্ন হয়েছে। একই সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি ২১ কোটি টাকা ব্যয়ে এগারোটি রাস্তা পাকাকরণের কাজও সম্পন্ন করেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ