রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা শুরু হচ্ছে আজ

গাজীপুর সংবাদদাতা : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা আজ থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে। প্রতিদিন দুপুর ১টা থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর সারাদেশের ১৭২১টি কলেজের সর্বমোট ১ লাখ ৪৫ হাজার ৪৮১ জন পরীক্ষার্থী  ৬৮৯ টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরী প্রয়োজনে ০২-৯২৯১০১৭ এবং ০২-৯২৯১০৩৮ নম্বরে যোগাযোগ করা যাবে। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম বুধবার  এ তথ্য জানিয়েছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ