রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

আসলাম চৌধুরীর জামিন আবেদন খারিজ

স্টাফ রিপোর্টার : বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ঋণ আত্মসাতের মামলায় জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
গতকাল বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন সাবেক বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী। সঙ্গে ছিলেন আইনজীবী সায়মা চৌধুরী নীরা। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। এছাড়াও সরকার পক্ষে ছিলেন সহকারী এটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ। এর আগে ২০১৭ সালের জুলাই মাসে এবি ব্যাংকের ঋণ আত্মসাতের অভিযোগে আসলাম চৌধুরী ও এবি ব্যাংকের এমডিসহ ৬ জনের বিরুদ্ধে এবি ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ৩২৫ কোটি ৭৫ টাকার ঋণ আত্মসাতের অভিযোগ মামলা করে দুদক। মামলার অপর আসামীরা হলেন আসলাম চৌধুরীর আরেক ভাই আমজাদ হোসেন চৌধুরী, জামিলা নাজনীন মাওলা, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) ও এবি ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বদরুল হক খান ও এবি ব্যাংকের সাবেক এমডি ফজলুর রহমান।

অনলাইন আপডেট

আর্কাইভ