রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

কয়রায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

খুলনা অফিস : খুলনা জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান বেল্টু, কয়রা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল আমিন বাবুল, উপজেলা যুবদল নেতা এম এ হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মনি ফকির, হাবিবুর রহমান হবি, লিটন মেম্বর, হাসান শেখ, হেলাল ঢালীকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বানোয়াট মামলায় জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দ। বুধবার এক বিবৃতিতে বিএনপি নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়ে কিংবা হয়রানি করে অবৈধ সরকারের ক্ষমতার মসনদ রক্ষা করা যাবে না। জনগণের অভ্যূত্থানের মুখে একদলীয় দুঃশাসনের পতন হবে এবং গণতন্ত্র ফিরে আসবে। বিবৃতিদাতারা হলেন জেলা সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল হাসান বাপ্পী।

অনলাইন আপডেট

আর্কাইভ