ঢাকা,মঙ্গলবার 30 April 2024, ১৭ বৈশাখ ১৪৩০, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

শীতে জবুথবু গোটা দেশ, রাজশাহীতে তাপমাত্রা সর্বনিম্ন ৫.৮ ডিগ্রি

সংগ্রাম অনলাইন ডেস্ক: উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র শীত জেঁকে বসেছে। তাপমাত্রা ক্রমশই নামতে থাকায় স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।  

রাজশাহী: রাজশাহীতে তীব্র শৈত্য প্রবাহে বিপাকে পড়েছেন নগরবাসী। বেলা গড়ালেও দেখা মেলেনি সূর্যের। আবহাওয়া অফিস বলছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে।

চুয়াডাঙ্গা: ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ায় চুয়াডাঙ্গায় বিপর্যস্ত জনজীবন। ঘন কুয়াশায় ফসলের ক্ষেতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা।

সাভার: ঘন কুয়াশায় সাভারের পথঘাট ঢাকা পড়েছে। হাড় কাপানো এই শীত উপেক্ষা করেই স্বল্প আয়ের শ্রমজীবী মানুষরা রাস্তায় বেরিয়েছেন জীবনের তাগিদে। এছাড়া দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করতে দেখা গেছে।

ময়মনসিংহ: ময়মনসিংহে কুয়াশার সঙ্গে হিম শীতল বাতাস যোগ হওয়ায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে কয়েকগুণ বেশি। শীত নিবারণে রাস্তায় খড়কুটো জ্বালিয়ে অলস সময় পাড় করছেন অনেকেই।

অনলাইন আপডেট

আর্কাইভ