সোমবার ১৩ মে ২০২৪
Online Edition

কেন্দ্রীয় চুক্তির শীর্ষ অবস্থান হারাচ্ছেন ধোনি

 

স্পোর্টস ডেস্ক : নতুন বছর ৩৬ বছর বয়সী মহেন্দ্র সিং ধোনির জন্য খুব ভালো খবর বয়ে আনছে না! ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে কেন্দ্রীয় চুক্তির শীর্ষ পজিশন হারাতে যাচ্ছেন সাবেক অধিনায়ক। বিসিসিআই’র নতুন সেন্ট্রাল কন্ট্রাক্টে চারটি গ্রেড দেখা যেতে পারে। টপ ক্যাটাগরি ‘এ প্লাস’। সব ফরমেটে খেলা নিয়মিত ক্রিকেটারদের এখানে অন্তর্ভুক্ত করা হবে। সেক্ষেত্রে ২০১৪ সালে টেস্ট থেকে অবসর নেয়া ধোনি অবনমনে বাধ্য হতে পারেন। বর্তমান কেন্দ্রীয় চুক্তির ক্যাটাগরি তিনটি। ‘এ’, ‘বি’ ও ‘সি’। ‘এ’ গ্রেডে থাকা সাত ক্রিকেটারের একজন ধোনি। বার্ষিক ২ কোটি রুপি পারিশ্রমিক পান তিনি। অন্য দুই ক্যাটাগরির বেতনের অঙ্ক যথাক্রমে ১ কোটি ও ৫০ লাখ রুপি। প্রস্তাবিত নতুন স্ট্রাকচারে রাখা চারটি ক্যাটাগরি হচ্ছে ‘এ প্লাস’, ‘এ’, ‘বি’, ও ‘সি’। এটি তৈরি করেছে বিসিসিআই’র প্রশাসক কমিটি। গত নবেম্বরে বেতন বৃদ্ধি ও ব্যস্ত ক্রিকেট সূচি নিয়ে কমিটি প্রধান বিনোধ রায়য়ের সঙ্গে সাক্ষাৎ করেন অধিনায়ক বিরাট কোহলি, ধোনি ও কোচ রবি শাস্ত্রি। সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেট টিমে অনিয়মিত হয়ে পড়া রবিচন্দ্রণ অশ্বিন ও রবিন্দ্র জাদেজা শুধুমাত্র টেস্টে অপরিহার্য অবস্থান ধরে রেখেছেন। তা সত্ত্বেও র‌্যাংকিং বিবেচনায় তারাও ‘এ প্লাস’ ক্যাটাগরিতে জায়গা করে নিতে পারেন। তবে কিছুই এখনো চূড়ান্ত নয়।

অনলাইন আপডেট

আর্কাইভ