রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

খুলনার মাদক সম্রাট শাহজাহানসহ সাতজন রিমান্ডে

খুলনা অফিস : খুলনা মহানগরীর  সোনাডাঙ্গাস্থ মজিদ সরণী ও দারুস সালাম মহল্লায় র‌্যাব-৬’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ ও বিয়ারসহ  গ্রেফতারকৃত মাদক সম্রাট শাহজাহানসহ সাত জনের একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ৭ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুমি আহমেদ একদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৯ ডিসেম্বর রাতে সোনাডাঙ্গা মডেল থানায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দু’টি দায়ের করা হয়।
দুই মামলার এজাহারভুক্ত আসামীরা হলো-লবণচরা থানাধীন সাচিবুনিয়া বাজার এলাকার মৃত-আব্দুল মজিদ হাওলাদারের ছেলে মো. শাহজাহান হাওলাদার ওরফে মাদক সম্রাট শাহজাহান (৫৩), চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার হরিয়ান নগরের-মো. আসাদুল বিশ্বাসের ছেলে মো. সাগর বিশ্বাস (৩০), দক্ষিণ টুটপাড়ার পাকুন জয়ধরের ছেলে সুশীল জয়ধর (৪৬), ৪/১১ হাজী খলিলুল্লাহ লেন, দক্ষিণ বাগমারা এলাকার মো. নিজাম উদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৬), মোরলগঞ্জের সোনাখালীর মৃত-মজিদ গাজীর ছেলে মো. রুস্তম গাজী (৩৯), ১১৩ পশ্চিম বানিয়া খামার এলাকার শেখ জাহাঙ্গীর কবিরের ছেলে শেখ রাসেল কবির (৩৬) ও সোনাডাঙ্গা দারুস সালাম মহল্লার বায়তুল ইসলামের স্ত্রী মোসা. পলি ইসলাম (৩০)।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর রাত সাড়ে ৭টার দিকে ২৬৩টি বিয়ারের ক্যান ও ১৫৭ বোতল দেশী-বিদেশী মদ উদ্ধারসহ ৭ জন গ্রেফতার করা হয়। র‌্যাব-৬’র স্পেশাল কোম্পানি কমান্ডার মো. এনায়েত হোসেন মান্নান এ অভিযান পরিচালনা করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ