রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

আগৈলঝাড়ায় বই উৎসবে টাকা ছাড়া মিলছে না মাধ্যমিক স্তরের নতুন বই

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা : বরিশালের আগৈলঝাড়ায় বই উৎসবে টাকা ছাড়া মিলছে না সরকারের বিনা মূল্যের নতুন বই। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের টাকার বিনিময়ে বই বিতরণের অভিযোগ উঠেছে অনেক স্কুলের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। শিক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা গেছে, প্রতিবছর ১ জানুয়ারি সরকার বিনা মূল্যে নতুন বই বিতরণ উৎসব পালন করছে। সরকারের এই মহান উদ্যোগকে ম্লান করে দিয়েছে আগৈলঝাড়ার উপজেলার প্রত্যন্ত এলাকার স্কুল। উপজেলার পয়সা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ বই উৎসবের দিন শিক্ষার্থীদের কাছ থেকে ফরম ক্রয়, ভর্তি ফি, পরীক্ষা ফি, ক্রিড়া, ঈদ-ই-মিলাদুন্নবী, সরস্বতী পূঁজা, পাঠাগার ও প্রতি বিষয়ে ফেল বাবদ স্কুল কর্তৃপক্ষ ষষ্ঠ শ্রেণিতে ধার্য করা হয়েছে ৪৯০ টাকা, সপ্তম শ্রেণিতে ৫২০টাকা, অষ্টম শ্রেণিতে ৫৭০টাকা, নবম শ্রেণিতে ৬২০টাকা ও দশম শ্রেণিতে ৪৭০টাকা। তবে বই উৎসবের দিন স্কুলের ধার্যকৃত টাকা শিক্ষার্থীদের কাছ থেকে আদায় না করার জন্য সরকারি নির্দেশ থাকলেও তা মানছে না অনেক স্কুল। যে সব শিক্ষার্থী বই উৎসবের দিন টাকা নিয়ে আসতে পারেনি তাদের বই দেয়া হয়নি বলে অভিভাবক ও শিক্ষাথীরা অভিযোগ করেছেন। চাহিদার সম্পূর্ণ টাকা পরিশোধ করার পর ওই শিক্ষার্থীকে সব বই দেয়া হবে। এ ছাড়াও উপজেলার অনেক স্কুলে বই উৎসবের দিন টাকা নিয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে পয়সা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, এরকম কোন বিষয় তার জানা নেই। এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিষয়টি তার জানা নেই। তিনি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল বলেন, তিনি বই বিতরণের একটি অনুষ্ঠানে রয়েছেন। সেখান থেকে ফিরে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেবেন বলে জানান।
আগৈলঝাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
বরিশালের আগৈলঝাড়ায় আবুল হাসানাত আবদুল্লাহ এমপি কর্তৃক প্রদত্ত কম্বল গৈলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে ৬৪ জন দুঃস্থ, অসহায় ও গরীবদের মাঝে কম্বল বিতরণ করা হয়। জানা গেছে, গতকাল বুধবার সকালে উপজেলার গৈলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে আবুল হাসানাত আবদুল্লাহ এমপি কর্তৃক প্রদত্ত কম্বল ৬৪ জন দুঃস্থ, অসহায় ও গরীবদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের প্রতিনিধি মোঃ সিরাজুল হক সরদার, গৈলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি আঃ কাদের সরদার, যুগ্ন-সম্পাদক মোল্লা আলমগীর হোসেন, সদস্য সরদার শাহআলম, গনি হাওলাদার, বিরেন সরকার প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ