রবিবার ২৮ এপ্রিল ২০২৪
Online Edition

সংক্ষিপ্ত খবর

যুবনেতা আকবরের জানাযা অনুষ্ঠিত সরকার ফ্যাসিস্ট আচরণ করছে -আলাল স্টাফ রিপোর্টার : ঢাকা বিভাগীয় মহাসমাবেশে আসার পথে আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় নিহত মুন্সিগঞ্জ জেলার মীরকাদিম পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের নামাযে জানাযা গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। নামাযে ইমামতি করেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল মালেক। এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. মঈন খান, ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি, নির্বাহী সদস্য আব্দুস সালাম, যুবদল সাধারণ সম্পাদক সাইদুল আলম নীরব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবীব-উন-নবী খান সোহেল, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ। নামাযের আগে যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ক্যাডার বাহিনী একের পর এক অপকর্ম করে চলেছে। গণতান্ত্রিক আন্দোলন কর্মসূচিতে বার বার হামলা চালিয়ে বিএনপি নেতাকর্মীদের প্রাণ কেড়ে নিচ্ছে। আগামীতে আন্দোলন সংগ্রামের মাধ্যমেই এ ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে টেনে নামিয়ে এর জবাব দিতে হবে। তিনি মরহুমের রূহের মাগফিরাত ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। জানাযা শেষে তার লাশ দাফনের জন্য গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। স্বেচ্ছাসেবক দলের নিন্দা বিএনপি আয়োজিত ঢাকা বিভাগীয় মহাসমাবেশে আসার পথে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা সশস্ত্র হামলা চালিয়ে একজনকে হত্যা ও শত শত নেতা-কর্মীদের গুরুতর আহত করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু। নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, হামলা-মামলা ও হত্যাকান্ড চালিয়ে জনগণের গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করা যাবে না এবং বর্তমান সরকারকে অতীত থেকে শিক্ষা নেয়ার আহবান জানিয়ে বলেন, অতীতের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যতই হামলা হয়েছে আন্দোলন ততই তীব্রতর হয়েছে। নেতৃবৃন্দ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের নির্বিচারে হত্যা ও অতর্কিত হামলা চালিয়ে নেতা-কর্মীদের আহতকারী আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি। ড. মুহাম্মদ ইউনূসসহ ১২ জনের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে গাজীপুরে আদালতে আবেদন দাখিল গাজীপুর সংবাদদাতা : গ্রামীন টেলিকমের পরিচালক ও প্রধান পৃষ্ঠপোষক নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১২ জনের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে বৃহস্পতিবার গাজীপুরে আদালতে আবেদন দাখিল করা হয়েছে। গত ১৬ মে তারিখে ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে দায়ের করা মোকদ্দমার বাদী মেসার্স লিবরা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ড. রওশন আলম গাজীপুরে যুগ্ম জেলা জজ প্রথম আদালতে এ আবেদন দাখিল করেন। বাদীপক্ষের আইনজীবী মোঃ পিয়ার আলী জানান, বিবাদীগণ যাতে তাদের দখলকৃত নালিশী জমিতে কোন প্রকার স্থাপনা নির্মাণ ও আকার আকৃতির পরিবর্তন ঘটাতে না পারে সেজন্য এ আবেদন করা হয়। আগামী ৬ জুন এ আবেদন শুনানির জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, গ্রামীণ টেলিকমের পরিচালক ও প্রধান পৃষ্ঠপোষক ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনকে বিবাদী করে গাজীপুরে গত ১৬ মে জমির দখল উদ্ধারের জন্য মোকদ্দমা দায়ের করা হয়েছে। মেসার্স লিবরা ফার্মাসিউটিক্যালস লিঃ এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডঃ রওশন আলম বাদী হয়ে গাজীপুরের যুগ্ম জেলা জজ-১ম আদালতে এই মামলা দায়ের করেন। বিবাদীদের বিরুদ্ধে গাজীপুর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের সারাব মৌজায় ১৬.৬০একর জমি দখলের অভিযোগ আনেন। আদালত ১৬ বিবাদীর বিরুদ্ধে সমন জারির আদেশ দেন এবং আগামী ১০ জুন শুনানির জন্য সমন জারীর আদেশ দেন। অবিলম্বে মজুরি বোর্ড পুনর্গঠন ও ন্যুনতম ৫ হাজার টাকা বেতন নির্ধারণ করতে হবে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ স্টাফ রিপোর্টার : অবিলম্বে নারী নেত্রী বেগম শামসুন্নাহার ভূঁইয়ার নিয়োগ বাতিল করে মজুরি বোর্ড পুনর্গঠন ও গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৫ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদ। গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে পরিষদ নেতৃবৃন্দ এ দাবি জানিয়েছেন। এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোঃ বাহারানে সুলতান বাহার, মাস্টার মোখলেছুর রহমান, রফিকুল ইসলাম পথিক প্রমুখ। মানবন্ধনে আগামী ১ জুন সকাল ১১টায় তোপখানা রোডস্থ মজুরি বোর্ড কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে টোলপ্লাজার কাছে বাসের ধাক্কায় নসিমন যাত্রী নিহত সিরাজগঞ্জ সংবাদদাতা : গত বুধবার রাত ৮টায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের টোলপ্লাজার কাছে এক সড়ক দুর্ঘটনায় এক মহিলা নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মোছাঃ রহীমা (২৫), পিতা-আব্দুর রহীম, নিজ বাড়ী তাড়াশের হামকুড়িয়া গ্রাম হতে নসিমনযোগে স্বামীর বাড়ি কাশিহাটা যাবার পথে উল্লেখিত স্থানে বিপরীতমুখী বাসের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। প্রধান অতিথি মাওলানা নিজামী চাতাল ও কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সম্মেলন আজ আজ শুক্রবার সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ চাতাল ও কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর আমীর সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী। সভাপতিত্ব করবেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান। সম্মেলনে সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি। সাভারে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার সাভার (ঢাকা) সংবাদদাতা : সাভার পৌর এলাকার ইমান্দিপুরে গতকাল বৃহস্পতিবার দুর্বৃত্তের হাতে এক যুবক খুন হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ইমান্দিপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে হাত-পা বাঁধা অবস্থায় সাবদুলের (৩৬) লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের পরিবার সূত্রে জানা যায়, সাবদুল তার বন্ধু খোরশেদ আলী, হারুনুর রশিদসহ কয়েক জনের সাথে রাত ১২টা পর্যন্ত আড্ডা মেরে আর বাড়ি ফেরেনি পর দিন সকাল ৮টার দিকে তার লাশ পাওয়া যায়। নিহত সাবদুল আলীম ইমান্দিপুর এলাকার মৃত আব্দুল আলীমের ছেলে। তিনি অন্ধ মার্কেটে পান বিক্রেতা ছিলেন। সাভার থানার সেকেন্ড অফিসার আবু তাহের জানান, তিনি হত্যার উদ্দেশ্য ও আসামীদের নাম-ঠিকানা চিহ্নিত করেছেন, তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না। বাদশাহ ফয়সল ইনস্টিটিউটের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গতকাল বৃহস্পতিবার ঢাকার মোহাম্মদপুরস্থ বাদশাহ ফয়সল ইনস্টিউিটের বার্ষিক পুরস্কার বিতরণী ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাদশাহ ফয়সল ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাদশাহ ফয়সল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সদস্য, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আবু নাসের মোঃ আব্দুজ জাহের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাদশাহ ফয়সল ট্রাস্টের সদস্য ও বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. এম কোরবান আলী, ক্রিসেন্ট হোল্ডিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর একেএম রফিকুন্নবী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইকবাল। আবু নাসের মোঃ আব্দুজ জাহের বলেন, এ প্রতিষ্ঠানকে এক নম্বর প্রতিষ্ঠান হিসেবে দেশের মধ্যে পরিচিতি লাভ করতে হবে। যাতে সবাই মনে করে ভাল রেজাল্ট করতে হলে বাদশাহ ফয়সলে ভর্তি করাতে হবে। ভাল পিতা থাকতে হলে বাদশাহ ফয়সলে ভর্তি করতে হবে। এই মন মানসিকতা নিয়েই আমাদের সামনে আগাতে হবে। এই প্রতিষ্ঠানকে একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে। তিনি এসএসসি পরীক্ষায় পাস করে উত্তীর্ণদের ধন্যবাদ জানিয়েছেন। এই ফলাফলের কৃতিত্ব শিক্ষক-শিক্ষিকাদের। ছাত্র-ছাত্রীরা হল আপনাদের কাছে কাঁদা মাটি তাদেরকে যেভাবে গড়বেন তারা সেভাবেই গড়ে উঠবে। প্রফেসর ড. এম কোরবান আলী বলেন, প্রকৃত শিক্ষা ব্যবস্থা ছাত্র ও শিক্ষক উভয়কে সমান উদ্যোগী হতে হবে। শিক্ষার মাধ্যমে চারিত্রিক মাধুর্য সৃষ্টি করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সৎ লোক তৈরি করতে না পারলে তা সম্ভব হবে না। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই প্রতিষ্ঠানটিকে সকলের এক নামে জানে। এখানে ইসলামী আদর্শে শিক্ষার্থীদের গড়ে তোলার চেষ্টা করা হয়। এই প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নেয়ার জন্য আমরা সকলে বদ্ধ পরিকর। তিনি সকলের সহযোগিতা কামনা করেন। উক্ত অনুষ্ঠানে গভর্নিং বডির সদস্যদের মধ্যে থেকে উপস্থিত ছিলেন ডঃ মোঃ মতিউল ইসলাম ও মাওলানা রফিক আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান ও সিনিয়র শিক্ষক মোঃ আবুল হোসেন। প্রেস বিজ্ঞপ্তি। গুরুদাসপুর পৌর মেয়রের স্বাক্ষর জাল করে চার লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা : নাটোরের গুরুদাসপুর পৌরসভার মেয়র ও সাত কর্মচারীর স্বাক্ষর জাল করে কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের চার লক্ষ তিন হাজার টাকা আত্মসাত করার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। পৌর অফিস সূত্রে জানা যায়, গুরুদাসপুর পৌরসভার বিদ্যুৎ হেলপার মতিউর রহমান বাবর ২০০৯ সালের ১৬ নবেম্বর থেকে ৪মে-২০১০ পর্যন্ত বিভিন্ন তারিখে মেয়র মশিউর রহমান বাবলু ও সাত জন কর্মচারীর স্বাক্ষর জাল করে কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের চার লক্ষ তিন হাজার টাকা সোনালী ব্যাংক গুরুদাসপুর শাখা থেকে উত্তোলন করে আত্মসাৎ করেছে। পৌর ক্যাশিয়ার নুরুজ্জামান টিব্লুর আলমারিতে হেফাজতে রাখা চেক হারানো প্রসঙ্গে জানান, বিভিন্ন সময়ে বিদ্যুৎ হেলপার বাবর অফিসিয়াল কাজে সহায়তা করার ফাঁকে কৌশলে বিভিন্ন তারিখে চেকগুলো চুরি করে নিয়ে স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে। অপরদিকে ব্যাংক কর্তৃপক্ষ জানান, সংশ্লিষ্ট সবার স্বাক্ষর মিলে যাওয়ায় টাকা ছার করা হয়েছে। পৌর কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক মোল্লা জানান, পৌর ক্যাশিয়ারের যোগসাজস না থাকলে, আলমারী থেকে কিভাবে চেক চুরি হলো? সুষ্ঠু তদন্ত করা হলেই থলের বিড়াল বেড়িয়ে আসবে। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে পৌর কাউন্সিলর, ক্যাশিয়ার ও অভিযুক্ত বাবরকে নিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য একাধিকবার দেনদরবার হয়েছে। এব্যাপারে পৌর মেয়র মশিউর রহমান বাবলু ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন। তবে তিনি সোনালী ব্যাংক গুরুদাসপুর শাখা কর্তৃপক্ষকে এ ব্যাপারে সম্পূর্ণ দোষারোপ করেছেন। ডিমলায় বর্ষণের পানিতে তলিয়ে গেছে আড়াই হাজার একর জমির বোরো ধান ডিমলা (নীলফামারী) সংবাদদাতা : ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নের কমপক্ষে ২৫টি গ্রামের প্রায় আড়াই হাজার একর জমির পাকা অর্ধপাকা বোরো ধানসহ শাকসবজি ও মরিচ গত তিন দিনের ভারী বর্ষণের পানিতে তলিয়ে যাওয়া কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। গত বৃহস্পতিবার সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার পশ্চিম ছাতনাই, কালীগঞ্জ, পূর্ব ছাতনাই, কলোনী, দোহল পাড়া, বন্দর খড়িবাড়ি, খগাখড়িবাড়ি, দক্ষিণ গয়াবাড়ি, পশ্চিমখড়িবাড়ি, বাইশপুকুর, ছোট খাতা, ছাতুনামা, ভেন্ডারবাড়ি, সোনাখুলি, কাকড়া, সাতজান, শালহাটী, রামডাঙ্গা, কুটির ডাঙ্গা, দক্ষিণ সুন্দর খাতা, উত্তর সুন্দর খাতা, ছাতনাই বালা পাড়া, ডিমলা, দক্ষিণ তিতপাড়া ও নোটাবাড়ি গ্রামের কৃষকরা পানির নিচে তলিয়ে যাওয়া পাকা অর্ধপাকা ধান কাটতে মরিয়া হয়ে উঠেছে। খগাখড়িবাড়ি গ্রামের কৃষক আব্দুল হামিদ ও আমির আলীর সাথে কথা বলে জানা যায়, যেসব কৃষক বোরো বীজ সংকটের কারণে দেরিতে চারা রোপণ করেছে সেসব কৃষকদের শত শত একর জমির পাকা-অর্ধপাকা ধানবীজ তলিয়ে গেছে। উপজেরা কৃষি কর্মকর্তা আফতাব হোসেন জানায়, ৩ দিনের বেশি সময় ধরে পাকা ধান তলিয়ে থাকলে সেসব ধান ঝরে পড়ার আশংকা রয়েছে। ঠাকুরগাঁওয়ের কুরআন অবমাননার দায়ে এক ব্যক্তি গ্রেফতার জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশনকৈলের ভান্ডারা গ্রামের মাওলানা ওয়ায়েজুল্লাহ (৫৮) গত মঙ্গলবার ভান্ডারা জামে মসজিদে ঢুকে ১২ কপি কুরআন শরীফ কেরোসিন ঢেলে পুড়িয়ে ফেলেছে। স্থানীয় লোকজন দেখে ফেলে তাকে ঘেরাও করলে সে কৌশলে বাড়িতে পালিয়ে যায়। লোকজন থানায় খবর দিলে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায় এবং ঐদিনই তাকে জেলখানায় চালান দেয়া হয়। রানীশনকৈল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. জাহেদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। পুলিশ পুড়িয়ে ফেলা কুরআন শরীফের আলামত জব্দ করেছে। মাওলানা ওয়ায়েজুল্লাহ বলেন, কুরআন শরীফের মধ্যে ভুল থাকায় তা পুড়ানো হয়েছে। তার প্রতিবেশী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান জানান, মাওলানা ওয়ায়েজুল্লাহ আহমাদিয়া বা কাদেয়ানী সম্প্রদায়ের সমর্থক এবং তিনি এক সময় মাদরাসায় শিক্ষকতা করতেন। এ ঘটনায় স্থানীয় জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় এলাকায় প্রচন্ড ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। এদিকে উক্ত ঘটনার প্রতিবাদে রানীশনকৈল উপজেলার ইমাম সমিতির উদ্যোগে উক্ত দিনেই বিকেলে রানীশনকৈল বন্দরে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল জববার, সেক্রেটারি মাওলানা মাঈনদ্দীন ও মাওলানা ফায়েজুল ইসলাম প্রমুখ। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে মুরতাদ মাওলানা ওয়ায়েজুল্লাহর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। বুড়িচংয়ে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষে আহত ২ গ্রেফতার ৪ বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার বুড়িচংয়ে জিভির চাঁদা আদায়কে কেন্দ্র করে গত বুধবার রাতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ২জন আহত হয়েছে এবং উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ ৪ জনকে দ্রুত বিচার আইনে গ্রেফতার করেছে থানা পুলিশ। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার বিকাল ৪টায় বুড়িচং গ্রামের মোঃ ফরিদ উদ্দিনের ছেলে গবাদী পশু ও পোলট্রি এবং মৎস্য ওষুধ বিক্রেতা মোঃ মনির হোসেনের মাল বোঝাই পিকআপ থেকে ছাত্রলীগ কর্মী বুড়িচং গ্রামের ফজলু মিয়ার ছেলে মোঃ কামাল হোসেন জিভির চাঁদা আদায় করার জন্য এক বছরের লিজ নিয়েছে। বুড়িচং বাজারে মাল বোঝাই ট্রাক ও পিকআপসহ যে কোন মটরযান প্রবেশ করলে তাদেরকে ২০ টাকা করে জিভির চাঁদা দিতে হবে। পরবর্তীতে রাত ৮ টায় ওষুধ বিক্রেতা মনির হোসেনসহ উপজেলা ছাত্রলীগের সভাপতির অনুসারি কতিপয় ছাত্রলীগ কর্মী উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন স্বপনের নিকট নালিশ করে আসার পথে উপজেলা পরিষদ গেটে কিছু উচ্ছৃক্মখল ছাত্রলীগ কর্মী রামদা, চাপাতি ও দেশীয় তৈরি কিছু অস্ত্র নিয়ে হামলা করলে বুড়িচং গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে মোঃ আলাউদ্দিন (২২) ও ছাত্রলীগ কর্মী সুমন মিয়া (২১) আহত হয়। হামলার খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের শতাধিক অস্ত্রধারী কর্মীবাহিনী ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়ে বুড়িচং বাজারে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ ও কুমিল্লা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত ১১টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে রাতেই বুড়িচং থানার এসআই মোঃ নাসির উদ্দিন বাদি হয়ে দ্রুত বিচার আইনে উভয় গ্রুপের ৮ জন আসামীসহ আরো অজ্ঞাত ১০ জনকে আসামী করে মামলা রুজু করে এবং ঐ রাতেই অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি মতিউর রহমান খান রুমেল (৩৩) তার ছোট ভাই জিয়াউর রহমান খান হিমেল (২৯) নিজ বাসা থেকে এবং বুড়িচং গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ জাকির হোসেন (৪২) ওষুধ বিক্রেতা মোঃ মনির হোসেন (৩৪)কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে গতকাল বৃহস্পতিবার কুমিল্লা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ