বুধবার ০১ মে ২০২৪
Online Edition

ছড়াকার্ড: মনোহারি ছড়ার কাগজ

শাহাদাৎ সরকার : তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের যুগে আমরা যখন ভুলতে বসেছি চিঠি লেখা, বিস্মৃতির অন্তরালে প্রায় যেতে চলেছে পোস্ট কার্ড, ঠিকই এই রকম একটি সময়ে “পোস্টকার্ড আদলে ত্রৈমাসিক ছড়ার কাগজ” স্লোগানকে ধারণ করে গোলাম রব্বানী রতনের সুদক্ষ সম্পাদনায় টাঙ্গাইল থেকে প্রকাশিত হচ্ছে ‘ছড়াকার্ড’। ইতিমধ্যে ‘ছড়াকার্ড’ পেরিয়েছে তিনটি বছর। প্রকাশিত হয়েছে ৫ টি সংখ্যা। যদিও গোনাগুণতির হিসেবে খুব বেশি সময় নয়, সংখ্যার দিক থেকেও স্বল্প। কিন্তু ‘ছড়াকার্ড’র স্বল্প 

বয়সী হলেও এত রয়েছে চমৎকারীত্বের ছোঁয়া।  ‘ছড়াকার্ড’ এর আগের সংখ্যাগুলো পড়ার বা দেখার সুয়োগ আমার ঘটেনি। তবে এসংখ্যাটি সাজাতে সম্পাদকের যে পরিকল্পনা তাতে পাঠক অবশ্যই  অভিভূত হবেন। এসংখ্যাটিতে নিবন্ধ লিখেছেন জাহাঙ্গীর আলম জাহান। তার নিবন্ধের নাম “সকলেই কবি, কেউ কেউ ছড়াকার”। নিবন্ধটির নামকরণে কবি জীবনানন্দ দাশের প্রতি লেখকের প্রকাশিত হয়েছে অসীম কৃতজ্ঞতাবোধ। কারণ কবি জীবনানন্দ দাশের বহুল প্রচলিত লাইন “সবাই কবি নয়, কেউ কেউ কবি” অনুকরণে রাখা হয়েছে। নিবন্ধে ফুটে উঠেছে কবিতা ও ছড়ার পার্থক্য। কে ছড়াকার? আর কে কবি? সকলেই কবি কিনা প্রাসঙ্গিক ভবনা। ছড়ার ছন্দ বিষয়ে আলোচনায় দিয়েছেন প্রাজ্ঞতার পরিচয়। তবে কবিতার ক্ষেত্রে তার আলোচনার সাথে আমি কিছুটা দ্বিমত পোষণ করছি । তিনি বলেছেন, “কবিতায় ফাঁকিঝুকি দিয়ে নিজের ছন্দজ্ঞানের সীমাবদ্ধতা আড়াল করা গেলেও ছড়ার ক্ষেত্রে সেটি সম্ভব নয়।” কিন্তু কবিতার ক্ষেত্রে রয়েছে ছন্দের প্রয়োজন। যারা মনে করেন কবিতা গদ্যেও হতে পারে, তারা অবশ্যই অবগত আছেন, গদ্যের রয়েছে ছন্দময়তা । আর উৎকৃষ্ট গদ্য কবিতাকে হতে হয় সুলিখিত। এই সুলিখিত বলতে আর কিছু নয় বরং তা ছন্দময় রূপই বোঝায়। তবে ছড়া ও ছড়াকার প্রসঙ্গে মনোহর আলোচনা করার জন্য ধন্যবাদ জানাই জাহাঙ্গীর আলম জাহানকে। ‘ছড়াকার্ড’র এবারের সংখ্যাটি যাঁদের ছড়ায় সমৃদ্ধ হয়েছে তাদরে অনেকেই প্রতিষ্ঠিত ছড়াকার। পাঠকদের অবজ্ঞ্যতির জন্য তুলে ধরছি তাদের নাম: সিরাজুল করিম, বিলু কবীর, শংকর দাশ, আসলাম সানী, সুজন বড়–য়া, আলম তালুকদার, রাশেদ রউফ, শফিক ইমতিয়াজ, নূরুল ইসলাম খান, জুলফিকার শাহাদাৎ, শাজু রহমান, তপন বাগচী, হুমায়ুন তালুকদার, লোকমান আহম্মদ আপন, আব্দুল হাকিম মিঞা, মাহফুজুর রহমান আখন্দ, গোলাম রব্বানী রতন, শফিউদ্দিন তালুকদার, আবেদীন জনী, নুরুল আলম কলি, মামুন তরফদার, আলী রেজা ও এম কে হাতেম। আমাদের ছড়া শিল্পকে এগিয়ে যেতে বিশেষ ভূমিকা রাখছে বলেই অনুমিত। এই ছড়াÑকাগজটির সফলতা কামনা করছি।

অনলাইন আপডেট

আর্কাইভ