বুধবার ০১ মে ২০২৪
Online Edition

হযরত আলী বিন আবি তালিব (রা:)-এর কবিতা

তরজমা: নোমান সাদিক

 

ইতিহাসের মহান ব্যক্তি আলী বিন আবি তালিব রা:। রাসূল সা: এর চাচাতো ভাই, জামাতা, মহাবীর, প্রথম মুসলমি বালক, চতুর্থ খলিফা, শ্রেষ্ঠ বিদ্বান আরও নানা গুণে গুণান্বিত তিনি। কবি হিসেবেও বিখ্যাত। ৪০ হিজরীতে শাহাদাত বরণ করেন। ‘নাহজুল বালাগা’ নামে যে কবিতা চিঠি ও বকতৃতা সংকলন তার নামে প্রচলিত, তা নির্ভেজাল নয়। কট্টর শীয়ারা অনেক মিথ্যা বিষয় তাঁর নামে চালিযে দিয়েছে। এখনকার কবিতাগুলো সাহাবাদের কবিতা: ই ফা বা, ও ইবনে কাসীরের বিদায়াহ ওয়ান নিহায়া নামক গ্রন্থ থেকে নেয়া। শিরোনাম অনুবাদকের।

 

তেমার প্রতিফা

 

রেখে দাও আজ ফাতিমা আমার

উজ্জ্বল তরবারী 

প্রাণের কসম ভয় কি জানি না 

কাপুরুষ নই আমি 

 

তবে জানি হীম বাতাসের গায়ে 

বিদ্যুৎ এঁকে দিতে 

যদি খুশি হন আহমদ আর 

প্রভু অন্তর্যামী

 

মুক্তপথ

 

যখন অনেক ভারি হয়ে যাবে বুক 

যখন হৃদয় আড়ষ্ট হয়ে যাবে 

নিজ ভুখ-ে দস্যু দলের মতো 

দুর্ভাগ্যকে দাঁড়ানো দেখতে পাবে 

 

মনে হবে বুঝি আর কোন পথ নেই 

বিদ্যা বুদ্ধি সব পেয়ে যাবে লোপ 

পরিজন বলে কেউ পাশে থাকবে না 

হতাশার মেঘ জমা হবে ছোপ ছোপ 

 

জানবে তখনই আগত প্রাণের মতো 

অনুভুত হবে আল্লাহ্র রহমত 

দেখবে নেমেছে ফেরেশতাদের ঘোড়া 

হদয়ে সাহস, সামনে মুক্তপথ।

 

অনলাইন আপডেট

আর্কাইভ