বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

রয়টার্সের দুই সাংবাদিককে মুক্তি দিতে মিয়ানমারের প্রতি আহ্বান

সংগ্রাম অনলাইন ডেস্ক: মিয়ানমারে সাংবাদিকদের ভীতি প্রদর্শনীর জন্য দেশটির সরকারকে দোষারোপ করেছে একটি প্রচার মাধ্যম কর্তৃপক্ষ। সেইসঙ্গে মিয়ানমারের ইয়াঙ্গুনে গত সপ্তাহে গ্রেপ্তার হওয়া রয়টার্সের দুই সাংবাদিককে অবিলম্বে ও বিনা শর্তে মুক্তির জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয়েছে। আজ মঙ্গলবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইয়াঙ্গুনে গ্রেফতার হওয়া দুই সাংবাদিক হলেন ওয়া লুন ও কিয়াও সু উ’।  গত ১২ ডিসেম্বর তাদেরকে পুলিশি হেফাজতে নেয়া হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ : তাদের কাছে রাখাইন রাজ্য সম্পর্কিত শ্রেণীবদ্ধ ডকুমেন্টস ছিলো যাতে একটি নিষ্ঠুর সেনাবাহিনীর অত্যাচারে প্রায় সাড়ে ছয় লাখ রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশ পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ