বুধবার ০১ মে ২০২৪
Online Edition

২০২২ বিশ্বকাপেও খেলবে মেসি- গ্যাব্রিয়েল

স্পোর্টস  ডেস্ক : জাতীয় দলে মেসির শেষ হতে পারে রাশিয়া বিশ্বকাপই। তবে  মেসিকে এমন চিন্তা না করার পরামর্শ দিয়েছেন আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোলের মালিক  গ্যাব্রিয়েল বাতিস্ততা। আর্জেন্টিনার হয়ে গোলের রেকর্ড গড়া বাতিস্ততাকে সম্প্রতি হটিয়ে দিয়েছেন মেসিই। তবে উত্তরসূরীর জন্য শুভকামনা জানাতে ভুল করেননি সাবেক এই স্ট্রাইকার। মেসি আগামী বিশ্বকাপকে শেষ ভেবে মাঠে নামলে চাপে পড়ে যাবেন, এমনটাই মনে করছেন তিনি। সামনেই ২০১৮ বিশ্বকাপ। ২০২২ সালে কাতারে পরের বিশ্বকাপ। মেসির প্রতি বাতিস্তুতার পরামর্শ যদি ইনজুরিতে না পড়ে; তবে যেন কাতার বিশ্বকাপও খেলে মেসি। তার উদ্বিগ্ন হবার কিছু নেই। বাতিস্তুতার মতে, দুর্ভাগ্যজনকভাবে তারা ভালো খেলছে না। 

তারা কোচ বদলাচ্ছে, ফুটবল ফেডারেশনের সংবিধান বদলাচ্ছে, খেলার ধরণ ও কাজ বদলাচ্ছে। মেসি সেরা এবং আর্জেন্টিনার হয়ে কাপ জিততে সবই করছে সে। তবে আপনাকে তো এমন একটি দল বানাতে হবে, যেটা মেসির সঙ্গে চলতে পারে।

 

অনলাইন আপডেট

আর্কাইভ