মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪
Online Edition

শ্রীপুরে অকাল বর্ষণে বিপাকে চাষীরা

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে সম্প্রতি দু’দিনের অকাল বর্ষণে আমন ধান, বেরো ধানের বীজতলা ও শাক সবজির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষকরা।
অসময়ে বৃষ্টির কারণে নিচু ভূমির আমন ধান তলিয়ে গেছে পানির নিচে।
এছাড়াও বোর ধানের বীজতলা ও শীতের বিভিন্ন সবজির প্রায় পচন ধরে গেছে।
পাশাপাশি ধানের খড়ের অবস্থা লালচে আকার ধারন করায় গবাদী পশুরা না খাওয়ার আশংকা করছে কৃষকরা।
সরেজমিনে বিভিন্ন অঞ্চলে খোঁজ নিয়ে জানা যায়, চলতি আমন মৌসুমে শ্রীপুরে প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের আমন ধান চাষ হয়েছিল। অগ্রহায়ণ মাসের প্রথম থেকে আমন কাটা শুরু হয়।স্থানীয় কৃষকদের মতে, ইতোমধ্যে প্রায় ৫০ভাগ জমির ধান কাটা হলেও মাঠে রয়ে গেছে বাকী ধান। গত দু’দিনের অকাল বর্ষণে ব্যাপক ক্ষতির মুখে পরেছে আমন চাষীরা। নিচু জমির ধান তলিয়ে গেছে পানিতে। কোথাও খলায় ভিজে নষ্ট হচ্ছে কাটাধান। কারো ঘরে সেদ্ধ করা ধান। এক কথায় বৃষ্টিতে আমন চাষীরা চরম বিপাকে পরেছে। কোথাও বা নষ্ট হচ্ছে বীজতলা।মাঠে ভিজছে ধানের খড়।
লোহাগাছ এলাকার দরিদ্র কৃষক মোস্তফা জানান,৪ বিঘা জমি বর্গা করেছিলাম। গত ২দিন আগে কেটে জমিতে রেখে আসছি।আজ গিয়ে দেখি পানি ভরপুর। আরেক কৃষক আঃ বারেক মিয়া বলেন,খলায় ধান,মাঠে খের সবই পানিতে ভিজে গেছে।
এ ব্যাপারে শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা এ.এস.এম মূয়ীদুল হাসান বলেন, অধিকাংশ  জমির আমন ধান কাটা হয়ে গেছে।এছাড়াও অন্যান্য ফসলের তেমন কোন ক্ষতির আশংকা নেই।

অনলাইন আপডেট

আর্কাইভ