বুধবার ০১ মে ২০২৪
Online Edition

নেত্রকোনার শিমুলকান্দি উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার শিমুলকান্দি উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কাজের আওতায় মগড়া নদীর পশ্চিম তীরে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।  গত শুক্রবার বিকালে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইবুনাল তদন্ত সংস্থা’র প্রধান সমন্বয়ক মুহ.আব্দুল হান্নান খান। এ উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের জমিদাতা স্থানীয় আওয়ামীলীগ নেতা হাজী আজিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইবুনাল তদন্ত সংস্থা’র প্রধান সমন্বয়ক মুহ.আব্দুল হান্নান খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লেখক ও গবেষক আলী আহম্মদ খান আইয়ুব, পূর্বধলা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ুব আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদির, বিশিষ্ট ব্যবসায়ী তুহিন, খলিশাউড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু তাহের, ধলামূলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আরফান আলী ফকির, বেসরকারী সংস্থা অমাসের নির্বাহী পরিচালক ইকবাল হোসেন তপু, জালশুকা শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান, হুগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন, তরিকুল ইসলাম, ইউপি সদস্য মোঃ আবুল কালাম ও আরেক জমিদাতা সুধীর চন্দ্র সাহা প্রমূখ।

 

উল্লেখ্য, পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধানে ৭৪ লক্ষ টাকা ব্যায়ে এই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হচ্ছে। 

অনলাইন আপডেট

আর্কাইভ