শনিবার ১১ মে ২০২৪
Online Edition

ইবিতে পাঠ্যক্রম উন্নয়ন শীর্ষক কর্মশালা

ইবি সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রম উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় সেল্ফ এসেসমেন্ট কমিটি ও আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ নাছির উদ্দীন‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টডিজ অনুষদের ডিন প্রফেসর ড. এ বি এম ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় আইকিএসি এর পরিচালক প্রফেসর ড. মোঃ আব্দুস সোবহান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. আ.খ.ম ওয়ালী উল্লাহ। এছাড়াও বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান, প্রফেসর ড. মোঃ জাকির হুসাইন।
কর্মশালায় উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ সেকান্দার আলী, প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম, প্রফেসর ড. মুহাম্মদ আশরাফুল আলম, প্রফেসর ড. মোঃ আকতার হোসেন,  প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান, উসামা আহমেদ, সৈয়দ ফাহাদ হুসাইন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রফেসর ড. আবুল হুসাইন মোঃ নুরুল ইসলাম ও প্রফেসর ড. মোঃ মুজাহিদুর রহমান।

অনলাইন আপডেট

আর্কাইভ