শনিবার ১১ মে ২০২৪
Online Edition

ডিজিটাল সেন্টার রাজস্ব খাতে অন্তর্ভুক্ত কারার দাবিতে নেত্রকোনায় উদ্যোক্তাদের মানববন্ধন

নেত্রকোনা সংবাদদাতা : ডিজিটাল সেন্টার জাতীয় করণ করে পরিচালকদের (উদ্যোক্তা) রাজস্ব খাতে অন্তভুর্ক্ত করার দাবিতে গতকাল শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে নেত্রকোনা জেলা ডিজিটাল সেন্টার পরিচালক (উদ্যোক্তা) ফোরাম। মানবন্ধন চলাকালে সরকারের কাছে ডিজিটাল সেন্টার জাতীয় করণ করে পরিচালকদের (উদ্যোক্তা) রাজস্ব খাতে অন্তভুর্ক্ত করার দাবি জানিয়ে বক্তব্য রাখেন উদ্যোক্তা মো. নূরুল ইসলাম, আল আমিন, সাবিনা বেগম, আব্দুল মান্নান ও বাবুল রবিদাস প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমরা তৃণমূল পর্যায়ে অগ্রণী সৈনিকের ভূমিকা পালন করে আসছি। জনগণের দ্বোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দিচ্ছি। ইউনিয়ন পরিষদের যাবতীয় দাফতরিক কাজ দীর্ঘ ৭ বছর যাবৎ বিনা বেতনে করে আসছি। আমাদের ১১ হাজার ডিজিটাল সেন্টারকে জাতীয় করণ করে পরিচালকদেরকে (উদ্যোক্তা) রাজস্ব খাতে অন্তভুর্ক্ত করার জোর দাবি জানাচ্ছি। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ