শুক্রবার ১৭ মে ২০২৪
Online Edition

শ্রীবরদীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা : শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পুণর্বাসন করার নিমিত্তে রবি শস্য/২০১৭-১৮ মওসুমে বীজ বিতরণ কার্যক্রম এর আওতায় ৫ নভেম্বর রোববার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে কৃষি কর্মকর্তা নাজমুল হাসানের সভাপতিত্বে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্রীবরদী-ঝিনাইগাতী শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব এ.কে.এম ফজলুল হক চাঁন। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী শেরপুরের উপ-পরিচালক আশরাফ উদ্দিন, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ হেল আল-আমিন, উপজেলা জাতীয় শ্রমিক লীগ আহ্বায়ক ও জেলা পরিষদ আবু জাফর, জেলা কৃষক লীগ সভাপতি আব্দুল কাদির, উপজেলা আ’লীগ সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী লাল, জেলা আ’লীগ সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ ছালেহ, উপজেলা কৃষক লীগ সভাপতি আবুল কাসেম তালুকদার প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ