ঢাকা, শুক্রবার 0 May 2024, ২০ বৈশাখ ১৪৩০, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

সাভারে ডাকাত-পুলিশ গোলাগুলি, গ্রেপ্তার ২৮

সংগ্রাম অনলাইন ডেস্ক: ঢাকার সাভারের আশুলিয়ায় যাত্রীবেশে বাসে ওঠা একটি  ডাকাত দলের সঙ্গে গোলাগুলির পর ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর এলাকায়  এ ঘটনায় একজন ওসিসহ অন্তত চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

পরে বাসের ভিতর হাত-পা বাঁধা অবস্থায় আহত পাঁচ যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) খোরশেদ আলম জানিয়েছেন।

তিনি বলেন, “মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাসে যাত্রীবেশে ২৮ জন ডাকাত অবস্থান করছে এবং তারা যাত্রীদের সর্বস্ব কেড়ে নেওয়ার পরিকল্পনা করছে বলে আমরা খবর পাই।”

পরে আশুলিয়া থানা পুলিশের একাধিক টিম নবীনগরে অবস্থান নিয়ে বাসটিকে গতিরোধের জন্য সঙ্কেত দিলে ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে ডাকাতদের চারদিক থেকে ঘিরে ফেলে। পরে বাস থেকে ২৮ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

বাসে তল্লাশি করে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

ডাকাতদের হামলায় আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল ও পরিদর্শক জাহিদুল ইসলামসহ চার পুলিশ আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।-বিডিনিউজ

অনলাইন আপডেট

আর্কাইভ