রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

জনজীবনে দুর্ভোগ

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা: সাগরে নিম্ন চাপের কারনে বরিশালের আগৈলঝাড়ায় অবিরাম বর্ষণের ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে দরিদ্র দিনমজুর লোকজনের। এতে উপজেলার ৫টি ইউনিয়নের অভ্যন্তরীন কাঁচা-আঁধাপাঁকা সড়কগুলো কর্দমাক্ত হয়ে যানবাহন চলাচল বন্ধের পথে। বর্ষনের ফলে বৃহস্পতিবার রাতে থেকে উপজেলার সর্বত্র বিদ্যুৎবহীন রয়েছে। বৃহস্পতিবার রাত ১টা থেকে গতকাল শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ লাইন চালু হয়নি। উপজেলার সর্বত্র ১৫ ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিলো। বর্ষণের ফলে এমনকি সারাদিন মানুষ ঘর থেকে বের হতে পারেনি। 

কৃষকের জমিতে বোনা আমন ফসল, শাক-সবজীর ক্ষেত তলিয়ে গিয়ে ব্যপক ক্ষতি হয়েছে। বর্ষণের ফলে দরিদ্র লোকজন দৈনন্দিন কাজ করতে না পেরে মানবেতর জীবন যাপন করছে। বর্ষনের ফলে অনেক মৎস্য চাষীরা মাছ ধরতে পারেনি। বর্ষণের ফলে লোকজনের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

অনলাইন আপডেট

আর্কাইভ