রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

রাবিতে সক্রিয় ছিনতাইকারী চক্র আতঙ্কে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা

রাবি রিপোর্টার: একে একে বেড়েই চলেছে ছিনতাইয়ের ঘটনা। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আরও বেশি সক্রিয় হয়েছে ছিনতাইকারী চক্র। বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সক্রিয় রয়েছে তারা। পরীক্ষার শুরু থেকেই একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটছে। বিশেষ করে অপরিচিত কাউকে নিরিবিলি অবস্থায় পেলে ধারালো অস্ত্র দেখিয়ে ছিনতাই করা হচ্ছে। 

ভুক্তভোগী হুমায়ুন আজাদ বলেন, গত ২১ অক্টোবর শনিবার চট্টগ্রাম থেকে ভর্তি পরীক্ষার উদ্দেশ্যে আমরা পাঁচবন্ধু বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে নামি। সেখান থেকে বিনোদপুর এলাকায় মেসের উদ্দেশ্যে যাত্রা করি। এ সময় এ সময় তিনজন অপরিচিত ব্যাক্তি এসে আমাদের সাথে থাকা মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে আমাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে পড়লে তারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

এদিকে একইভাবে গতকাল সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যালের সামনে ও রাত ১০টার দিকে কাজলা এলাকার অক্ট্রয় মোড়ে মোবাইল, টাকাসহ প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জামাদি ছিনতাই করে।

এবিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, আমরা যথেষ্ট নিরাপত্তা জোরদার করেছি। তবে ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি বিবেচনায় এনে আমরা পদক্ষেপ নিব। 

এ বিষয়ে জানতে মুঠোফনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

অনলাইন আপডেট

আর্কাইভ