রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

নবাবগঞ্জে মাদক, বাল্যবিয়ে প্রতিহত করতে প্রশাসনের কঠোর পদক্ষেপ

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মাদক ও বাল্যবিয়ে প্রতিহত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন উপজেলা প্রশাসন। গত সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় সভায় মাদক, বাল্য বিয়ে নিয়ে ব্যাপক ও বিস্তর আলোচনা হলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও আইনশৃঙ্খলা সমন্বয় সভাপতি মো. মশিহুর রহমান জানান, মাদক ব্যবসায়ী, সেবী ও বাল্যবিয়ে ঘটানোর নিকাহ্ রেজিস্ট্রারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। থানা অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, পাশ্ববর্তী হাকিমপুর উপজেলা সীমান্ত সংলগ্ন হওয়ায় নবাবগঞ্জে কয়েকটি সড়ক মাদক পাচারের রুট হিসেবে ব্যবহার হচ্ছে। ইতোমধ্যেই পুলিশের সাড়াশি অভিযানে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। একই দিনে বাল্য বিয়ে প্রতিরোধে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউনিয়ন পরিষদের সচিব ও ৯ ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রারদের নিয়ে আলোচনা সভা হয়েছে। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মশিহুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম। ৯নং কুশদহ ইউপি চেয়ারম্যান মো.সায়েম সবুজ, গোলাপগঞ্জ ইউপি চেয়ারম্যান রাশেদুল কবির রাজু প্রমুখ। 

এ বিষয়ে নবাবগঞ্জ কারিগরি কলেজের অধ্যক্ষ মো. আবু হেনা মোস্তফা কামালের যোগাযোগ করা হলে, মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধে প্রশাসনের যে কঠোর ব্যবস্থা নিয়েছে তা প্রশসংসার দাবিদার। নবাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শাফিকুল ইসলাম জানান, বাল্য বিয়ে প্রতিরোধ করা না হলে অল্প বয়সে শিক্ষার্থীরা বাল্য বিয়ে শিকার হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ