শুক্রবার ০৩ মে ২০২৪
Online Edition

১০ ঘন্টার ব্যবধানে তিনটি সড়ক দুর্ঘটনা

চুয়াডাঙ্গা সংবাদদাতা: ১০ ঘন্টার মধ্যে দামুড়হুদা-দর্শনা সড়কের ৩ কিলোমিটারের মধ্যে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টা থেকে বুধবার বেলা আড়াইটার মধ্যে এসমস্ত দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় একজন পথচারীসহ ৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মজিবর রহমান ওরফে মজে’র অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। 

পথচারী ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গা থেকে দর্শনা অভিমুখে ছেড়ে আসা একটি বালি বোঝাই ট্রাক জয়রামপুর শেখপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিকে থেকে অপর একটি ট্রাক তাকে চাপ দেয়। এসময় বোঝাই ট্রাকের চালক দুর্ঘটনা এড়াতে ট্রাকটি রাস্তার পাশে নামিয়ে দেয়। ট্রাকের সামনের চাকা রাস্তার পাশের খাদে পড়লে সামনের চাকার স্প্রিং পাতি ভেঙ্গে গিয়ে ট্রাকটি একটি গাছের সামনে গিয়ে থেমে যায়। ফলে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় চালকসহ ট্রাকটি। অপর দিকে বুধবার সকাল পৌনে ন’টার দিকে চুয়াডাঙ্গা থেকে দর্শনা অভিমুখে ছেড়ে আসা একটি যাত্রিবাহী বাস ডুগডুগি পশুহাটের সামনে পৌঁছে রাস্তা পারাপাররত একজন পথচারীকে ধাক্কা দেয়। এ সময় পথচারী ডুগডুগি গ্রামের মৃত আঃ রহিমের ছেলে মজিবর রহমান ওরফে মজে(৫৫) রাস্তার পাশে ছিটকে পড়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠালে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন। এ দুর্ঘটনার পাঁচ ঘন্টার মাথায় বেলা আড়াইটার দিকে এ স্থান থেকে মাত্র দুইশত গজ দুরে মাসুম (৫০) ও গাড্ডু (৫৫) চুয়াডাঙ্গা থেকে মটরসাইকেলযোগে দর্শনা যাওয়ার পথে রাস্তার পাশ থেকে ছুটে আসা একদল কুকুরের সাথে ধাক্কা মেরে রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন। পথচারীরা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়েছে। আহতদের বাড়ি চুয়াডাঙ্গা শহরে বলে জানা গেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ