বুধবার ০১ মে ২০২৪
Online Edition

মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করুন

খুলনা অফিস : রোহিঙ্গা মুসলমানদের ওপর পাশবিক নির্যাতনের প্রতিবাদে এবং তাদের আশ্রয় দানের দাবিতে খুলনায় বিএনপির মানববন্ধন কর্মসূচিতে দেশত্যাগী রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার বিষয়ে বাংলাদেশ সরকারের নেতিবাচক মনোভাবের তীব্র সমালোচনা করে নেতৃবৃন্দ বলেন, একজন মুসলমান হিসেবে অন্যায় জুলুমের শিকার অপর মুসলিমকে আশ্রয় দেয়া আমাদের ইমানী দায়িত্ব। বিএনপির নেতাকর্মীরা রোহিঙ্গাদের ভাইদের পাশে খাদ্য-বস্ত্র ও ওষুধ সামগ্রী নিয়ে দাড়াতে প্রস্তত রয়েছে। মিয়ানমারে মুসলিম নিধনযজ্ঞকে সমর্থনকারী ভারত, চীন সহ অন্যান্য রাষ্ট্রের সমালোচনা করে নেৃতৃবন্দ বলেন, বাংলাদেশের অনির্বাচিত অবৈধ সরকারও ভারতের অনুসরন করে চলেছে। কারো তাবেদারী করে আর একটি ৫ জানুয়ারী মার্কা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করা যাবেনা বলেও হুশিয়ারী উচ্চারণ করেন নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ রোহিঙ্গাদের ওপর ইতিহাসের বর্বরোচিত গণহত্যা নির্যাতন বন্ধে মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য জাতিসংঘ, ওআইসিসহ মানবাধিকার সংস্থাসমূহের প্রতি আহবান জানান। 

খুলনা জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার সকাল ১০ টা হতে ১১ টা পর্যন্ত খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলা বিএনপির সহ সভাপতি ডা. গাজী আব্দুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গাজী তফসির আহমেদ, খান জুলফিকার আলী জুলু, মনিরুজ্জামান মন্টু, খান আলী মুনসুর, এডভোকেট মাসুম রশিদ, আবু হোসেন বাবু, জি এম কামরুজ্জামান টুকু, আশরাফুল আলম নান্নু, মোল্লা মোশারফ হোসেন মফিজ, এডভোকেট তছলিমা খাতুন ছন্দা, মুর্শিদুর রহমান লিটন, ডা. আব্দুল মজিদ, এডভোকেট আব্দুস সাত্তার, মেজবাউল আলম, রকিব মল্লিক, মোল্লা সাইফুর রহমান, শামীম কবীর, ইবাদুল হক রুবায়েদ, উজ্জল কুমার সাহা, কবির হোসেন, তৈয়েবুর রহমান, আতাউর রহমান রনু, আব্দুল মান্নান মিস্ত্রি, গোলাম মোস্তফা তুহিন, খান ইসমাইল হোসেন, আজিজুল ইসলাম, পূর্ণিমা হোসেন, জাভেদ মল্লিক, আসলাম পারভেজ, সরোয়ার হোসেন, দিদারুল হোসেন দিদার, হাফিজুর রহমান, মশিউর রহমান লিটন, আইয়ুব মোল্লা, জাফরী নেওয়াজ চন্দন, মামসুল বারিক পান্না, শহিদুল ইসলাম, শরীফুল ইসলাম বকুল, হাবিবুর রহমান বেলাল, রফিকুল ইসলাম বাবু, দিদারুল ইসলাম, রুবেল মীর, রবিউল ইসলাম, তায়েফউদ্দিন দারা প্রমুখ। 

অপরদিকে রোহিঙ্গা মুসলিমদের ওপর পাশবিক নির্যাতনের প্রতিবাদে এবং এ দেশে তাদের আশ্রয় দানের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী খুলনা মহানগর বিএনপি শুক্রবার সকাল ১০ টা হতে ১১ টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির জন্য কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে স্থান নির্ধারণ করা হলেও সময়ের সাথে সাথে তা বড় বজারের হেলাতলা মোড় থেকে হাদিস পার্ক সোসাইটি হলের মোড় পর্যন্ত বিস্তৃতি লাভ করে। বিএনপির সকল থানা ও ওয়ার্ড কমিটি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, ওলামা দল, মৎস্যজীবী দল নেতাকর্মীরা পৃথক পৃথক ব্যানার ফেস্টুন সহকারে কর্মসূচিতে যোগ দেন। 

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি সাবেক এমপি নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কেসিসির মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, সাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, শেখ খায়রুজ্জামান খোকা, এডভোকেট বজলার রহমান, রেহানা আক্তার, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, ফখরুল আলম, এডভোকেট ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মাহবুব কায়সার, শেখ হাফিজুর রহমান, মহিবুজ্জামান কচি, শাহিনুল ইসলাম পাখী, শফিকুল আলম তুহিন, আজিজুল হাসান দুলু, এডভোকেট গোলাম মাওলা, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা, ইকবাল হোসেন খোকন, এহতেশামুল হক শাওন, শেখ সাদী, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, সাজ্জাদ হোসেন তোতন, মুর্শিদ কামাল, কে এম হুমায়ুন কবির, একরামুল কবির মিল্টন, একরামুল হক হেলাল, হাসানুর রশিদ মিরাজ, নিয়াজ আহমেদ তুহিন, মেহেদী হাসান রিজভী, শামসুজ্জামান চঞ্চল, মুজিবর রহমান ফয়েজ, মাহবুব হাসান পিয়ারু, নাজমুল হুদা চৌধুরী সাগর, শরিফুল ইসলাম বাবু, হেলাল আহমেদ সুমন, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, বদরুল আনাম, জামিরুল ইসলাম, তরিকুল্লাহ খান, জহর মীর, শরীফুল আনাম, হাবিব বিশ্বাস প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ