বুধবার ০১ মে ২০২৪
Online Edition

নেইমারহীন বার্সা দুর্বল নয় -জিদান

বার্সেলোনা থেকে নেইমারের চলে গেলেও চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের লড়াই সহজ হবে না বলে মনে করছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা থেকে পিএসজিতে নেইমারের চলে যায়। এমএসএন’ খ্যাত আক্রমণভাগ ভেঙ্গে গেলেও বার্সেলোনার দুর্বলতা খুঁজে পাচ্ছেন না রিয়াল কোচ। লিওনেল মেসি, লুইস সুয়ারেস ও অন্যরা ঠিকই চ্যালেঞ্জ জানাবে বলে বিশ্বাস জিদানের। এক প্রশ্নের জবাবে জিদান বলেন, তারা পরিবর্তন প্রক্রিয়ার মধ্যে থাকা একটি ক্লাব। কিন্তু বার্সেলোনা বার্সেলোনাই। “কিছুই পরিবর্তন হচ্ছে না। আমরা যদি চিন্তা করি ( নেইমার ছাড়া) এটা সহজ হবে তাহলে আমরা ভুল করবো। নেইমারের পরিবর্তে যেই খেলুক না কেন সে ভালো করবে। নেইমার আছে কি-নাই সত্যি বলতে এটা নিয়ে আমি খুব চিন্তিত নই। ইন্টারনেট

অনলাইন আপডেট

আর্কাইভ