বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

চীনে সিল্ক রোড সম্মেলনে যোগ দেয়নি ভারত

১৫ মে, পার্সটুডে : চীনে অনুষ্ঠানরত সিল্কি রোড সম্মেলনে কোনো প্রতিনিধিদল পাঠায় নি ভারত বরং বেইজিংয়ের এ আন্তর্জাতিক উদ্যোগের সমালোচনা করেছে নয়াদিল্লি। ভারত বলছে, সম্মেলনে অংশ নেয়া দেশগুলোকে “সীমাহীন ঋণের বোঝা” বহন করতে হবে।
সম্মেলনে যোগ না দেয়া প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোপাল বাগলে বলেছেন, ভারত তার সার্বভৌমত্বের প্রশ্নে আপস করতে পারে না। একইসঙ্গে তিনি বলেছেন, এই প্রকল্পে অংশ নেয়া দেশগুলো চীনা কোম্পানি ও ব্যাংকগুলোকে বিপুল পরিমাণ অর্থ দিতে বাধ্য হবে। চীনা প্রেসিডেন্ট এ প্রকল্পের জন্য ১২৪ বিলিয়ন ডলার ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছেন।
সম্মেলনে ২৯টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নিচ্ছেন। এছাড়া আরো বহু দেশ মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদল পাঠিয়েছে। সিল্ক রোড সম্মেলনে ভারত অংশ না নিলেও তার প্রতিবেশী পাকিস্তান, নেপাল ও শ্রীলংকা অংশ নিচ্ছে।

অনলাইন আপডেট

আর্কাইভ