রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

ছাতকে ১০টাকা কেজির চাল না পেয়ে হতদরিদ্রদের বিক্ষোভ

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা: ছাতকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০টাকা কেজি’র চাল বিক্রিতে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে।
ডিলাররা হতদরিদ্রদের চাল আত্মসাৎ করতে চালিয়ে যাচ্ছেন নানা ছল-চাতুরী। অনেকে মাসের সব চাল বাজারে বিক্রি করে কার্ডধারীদের স্বাক্ষর রেখে চাল না দিয়েই খালি হাতে তাদের ফিরিয়ে দিচ্ছেন। এভাবে চলতি এপ্রিল মাসের চাল না পেয়ে শুক্রবার (২৮ এপ্রিল) চরমহল্লা বাজারে বিক্ষোভ করেছেন হতদরিদ্ররা। চরমহল্লা ইউপি’র ১, ২, ৩ ও ৪নং ওয়ার্ডের ডিলার জনৈক ফজলুল করিম ২০ এপ্রিল সরকারি গুদাম থেকে ৭ মে.টন চাল উত্তোলন করেন। কিন্তু এগুলো চরমহল্লাবাজারে বিতরণের কথা থাকলেও বিতরন না করায় তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
জানা গেছে, কর্তৃপক্ষে সুষ্ঠু তদারকি না থাকায় ডিলাররা একমাসের চাল নেয়ার সময় একই সাথে দু’মাসের টিপসহি রেখে প্রতারণার মাধ্যমে গরিবের চাল আত্মসাৎ করছেন।
গত ২০ এপ্রিল এসব ওয়ার্ডের ৭ মে.টন চাল সরকারি গুদাম থেকে উত্তোলন করা হয়।
এ ব্যাপারে ইউপি সদস্য আবদুুল মতিনও গিয়াস উদ্দিনসহ অনেকে জানান, এপ্রিল মাসের চাল হতদরিদ্রদের মধ্যে এখনো বিতরণ করা হয়নি।

অনলাইন আপডেট

আর্কাইভ