রবিবার ১২ মে ২০২৪
Online Edition

শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করাসহ বিভিন্ন দাবিতে বেসরকারি স্কুল শিক্ষকদের কর্মসূচি পালন

শেরপুর সংবাদদাতা: শেরপুরে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা, শতকরা ৫ ভাগ বার্ষিক বেতন বৃদ্ধি, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করণ এবং শিক্ষা জাতীয় করণের দাবিতে শিক্ষকদের প্রতীক অনশন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত শেরপুর শহরের চকবাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষকরা এ কর্মসূচি পালন করেন। বাংলাদেশ শিক্ষক সমিতি, শেরপুর জেলা শাখা এ কর্মসূচির ডাক দেয়।
অনশন কর্মসূচি পালনকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি মো. দুলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, লঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশীদ, গোপালখিলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুরাইয়া মমতাজ, যোগিনীমুরা মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মেরাজ উদ্দিন, কামারেরচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম, ইন্দিলপুর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল হক প্রমুখ।
সমাবেশে আয়োজক সংগঠনের সভাপতি দুলাল উদ্দিন বলেন, শিক্ষকরা দেশের ভবিষ্যত নাগরিক গড়ে তোলার কারিগর। অথচ এই শিক্ষকরাই আজ বৈষম্যের শিকার হচ্ছেন। বারবার দাবি জানানো সত্ত্বেও বিপুলসংখ্যক নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত সরকার এমপিওভুক্ত করছেন না। ফলে এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীরা বেতন-ভাতার অভাবে মানবেতর জীবন যাপন করছেন। তিনি অবিলম্বে সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণসহ শিক্ষা জাতীয় করণ করে শিক্ষকদের আর্থিক ও মানসিক দুরবস্থা থেকে পরিত্রাণ দেওয়ার জন্য সরকারের নিকট আহবান জানান। 
প্রতীক অনশনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন শ শিক্ষক অংশ গ্রহণ করেন।
নীলফামারী  সংবাদদাতা ঃ পাঁচভাগ প্রবৃদ্ধি,  বৈশাখী ভাতা ও সকল বেসরকারি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে নীলফামারীতে প্রতিকী অনশন করেছে শিক্ষকরা।
বুধবার সকাল ১০টার দিকে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার আয়োজনে দুপুর দেড়টা পর্যন্ত শহরের শহীদ মিনার চত্বরে ওই কর্মসূচি পালিত হয়। এসময় জেলার সকল শিক্ষক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন কর্মসূচিতে।
শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে কর্মসূচিতে যোগদিয়ে বক্তৃতা দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশিদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহিদ মাহমুদ।
এসময় সংগঠনের জেলা শাখার সভাপতি মো. আশরাফুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সাধারণ সম্পাদক আবু হেনা গোলাম মোস্তফা, জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি মৃণাল কান্তি রায় প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ