রবিবার ০৫ মে ২০২৪
Online Edition

পাঁচবিবিতে পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা: ভারতের ছেড়ে দেওয়া পানিতে পাঁচবিবি ছোট যমুনা নদী হঠাৎ বন্নায় শত শত একর জমির পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে ক্ষতিগ্রস্থ কৃষক নাকুরগাছি গ্রামের আব্দুল খালেক মুনসি সহ আটাপাড়া থেকে বুধইর পর্যন্ত পাঁচবিবি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর ধাওে বোর ধান চাষকারী কয়েকশত কৃষক জানান,  প্রতিবারের ন্যায় এবারেও ভালো ফসলের আসায় নদীর ধারে তারা বোর ধান চাষ করেছিল। নদীর পানি ও বৃষ্টির সুবিধায় অল্প সারেই খুব ভালো ধান হয়েছিল। হঠাৎ গত ৩ দিনের বৃষ্টির পানি ও ভারতীয় অংশে ছেড়ে দেওয়া পানিতে ছোট যমুনা নদী সহ নদীর আসেপাশে এলাকার বোর ধান সহ ফসলি জমি তলিয়ে যায়।
সড়েজমিনে গেলে নাকুরগাছী গ্রামের আব্দুল খালেক মুনসিকে নদীর ধারে তলিয়ে যাওয়া তার পাঁচবিঘা জমি ধান দেখে মাতম করে কাঁদতে থাকে। এসময় অন্যান্য কৃষকদেরও একই অবস্থা দেখা যায়।

অনলাইন আপডেট

আর্কাইভ