বুধবার ০১ মে ২০২৪
Online Edition

উদ্বোধনের আগেই রূপসা ফেরিঘাটের টোল ঘরে ফাটল

খুলনা অফিস : উদ্বোধনের আগেই খুলনা মহানগরীর পশ্চিম রূপসা ফেরিঘাটে নতুন নির্মিত টোল ঘরে ফাটলের সৃষ্টি হয়েছে। ডিসেম্বর মাসে ঠিকাদার কাজ বুঝে দেয়ার পরপরই এ ফাটল দেখা দেয়। ১০ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ‘রূপসা বাস টার্মিনাল ইমপ্রুভম্যান্ট অব রূপসা বাস টার্মিনাল’ শীর্ষক প্রকল্পের কাজের মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প (সিআরডিপি) এ কাজ বাস্তবায়ন করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটাকে মামুলী ব্যাপার বলে অভিহিত করে বলছেন, ওয়ালে সামান্য চিড় ধরেছে। ২/১ দিনের মধ্যে এটা মেরামত করে দেওয়া হবে।
সিআরডিপি অফিস সূত্রে জানা যায়, ‘রূপসা বাস টার্মিনাল ইমপ্রুভম্যান্ট অব রূপসা বাস টার্মিনাল’ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়। এ জন্য ব্যয় ধরা হয় ১০ কোটি ২৪ লাখ ৯২ হাজার টাকা। বিসিটিএইজেভি ঠিকাদারী ফার্মের আওতায় ঠিকাদার কামরুল ইসলাম সাচ্চু এ কাজটি সম্পন্ন করেন। কেসিসি ও সিআরডিপি এ কাজটি তদারকি করছে। এ প্রকল্পের আওতায় রূপসা বাস টার্মিনাল, ওয়াকওয়ে, আরসিসি ড্রেন, কার্পেটিং রাস্তা, আরসিসি রাস্তা, ইউনি ব্লকের মাধ্যমে টার্মিনাল চত্বর উন্নয়ন, সড়ক ডিভাইডারের মাঝে বনায়ন কর্মসূচি, টোল ঘর ও প্যাসেজ নির্মাণ করা হয়। গত ডিসেম্বর মাসে ঠিকাদারী প্রতিষ্ঠান সিআরডিপিকে কাজ বুঝে দিয়েছে। এখন শুধু উদ্বোধন বাকী রয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ