সোমবার ১৩ মে ২০২৪
Online Edition

ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ চট্টগ্রাম-এ বিশ্ব স¦াস্থ্য দিবস পালিত

 

বিশ্ব স¦াস্থ্য দিবস-২০১৭ উপলক্ষে গতকাল ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ, চট্টগ্রাম এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ, চট্টগ্রামের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ আজিজুর রহমান। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ, চট্টগ্রামের সম্মানীত সুপারিনটেনডেন্ট ডাঃ এসএম রফিকুল ইসলাম।

প্রধান অতিথি বিশ্ব স¦াস্থ্য দিবস-২০১৭ এর প্রতিপাদ্য “অবসাদ! চল কথা বলি” এর উপর আলোচনা করতে গিয়ে বলেন, বিশ্বে প্রায় ৩০ কোটি মানুষ বিষন্নতায় ভোগছেন এবং অনেকে আত্মহত্যার মত কঠিন পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন। বিষন্নতার কারণ হিসেবে বসে বসে কাজ করা, মনখুলে কথা না বলা, কৃত্রিম জীবন যাপন করা, সারাক্ষন ইন্টারনেট নিয়ে ব্যস্ত থাকা, সামাজিক অপ্রাপ্তিজনিত হতাশা ইত্যাদির কথা উল্লেখ করেন। এছাড়াও বিষন্নতা নিরাময়ে তিনি আল্লাহকে বেশি বেশি স্মরণের কথা উল্লেখ করেন। 

সভাপতি বলেন মনোজগতের বৈকল্য দূর করতে পারলেই ভবিষ্যত জীবনে একজন মানুষ অনেক দুর এগিয়ে যেতে পারবে। তাই সকলকে মনোজগতের বৈকল্য দূর করে ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহবান জানান।  এছাড়াও উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন হাসপাতালের সহকারী সুপারিনটেনডেন্ট মোঃ শরীফুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ নাজমুস সাকিব ও অন্যান্য প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ