রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

৪ ডাকাত গ্রেফতার

ফেনী সংবাদদাতা: ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাব’র অভিযানে ছাগলনাইয়ার ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার ভোর রাতে মিরসরাইয়ের জোরারগঞ্জ থেকে মাইক্রোবাসসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর একটি দল জোরারগঞ্জ থানার অজমনগর গ্রামের নাহার ডেইরী প্রকল্পের পূর্ব পাশ্বে অবস্থান নেয়।
র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাস যোগে তারা পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে গ্রেফতার করা হয়।
গাড়ী থেকে ছাগলনাইয়ার মটুয়া গ্রামের তাজুল ইসলামের ছেলে আবদুল কাদের (৩৬), বাসপাড়া গ্রামের হালিম মোল্লার ছেলে জানে আলম (২৫, পুর্ব মধুগ্রাম এলাকার মৃত সুলতান আহম্মদের ছেলে এনামুল হক (৩৩) ও মধ্যম মটুয়া এলাকার শাহ্আলম চৌধুরীর ছেলে জানে আলম চৌধুরী সোহেল (২৩) কে গ্রেফতার করা হয়।
গাড়ী তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল (ইউএসএ), ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ১টি খালি খোসা, ২টি বড় ছোরা, ১টি রাম দা, ১টি রক্ত মাখা স্ট্যাম্প, নগদ ১১ হাজার ৬শ ২৭ টাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামাল ও আটককৃত আসামিদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জোরারগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন চলছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ