শুক্রবার ১৭ মে ২০২৪
Online Edition

দ্বিতীয় দিন শেষে ৫২ রানে এগিয়ে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : ধর্মশালায় সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে খেলা জমে উঠেছে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৩০০ রানের জবাবে ভারত নিজেদের প্রথম ইনিংসে দিন শেষে ৬ উইকেট হারিয়ে ২৪৮ রান করেছে। এখনও স্বাগতিকরা ৫২ রানে পিছিয়ে আছে। প্রথম দিনের শেষে মাত্র এক ওভার ব্যাটিং করার সুযোগ পায় ভারত। সেই ওভারে কোনো রান নিতে পারেনি। ফলে দ্বিতীয় দিনই মূলত নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে ভারত। ব্যাটিংয়ে নেমে অবশ্য নিয়মিত বিরতিতেই উইকেট হারায় বিরাট কোহলির ইনজুরির কারণে আজিঙ্কে রাহানের নেতৃত্বে ভারত।ওপেনার লোকেশ রাহুল চলমান সিরিজে পঞ্চম হাফসেঞ্চুরি তুলে আউট হন (৬০)। ধারাবাহিকভাবে ভালো খেলা চেতশ্বর পুজারা ৫৭ রানে বিদায় নেন। অধিনায়ক রাহানের ব্যাট থেকে আসে ৪৬ রান। আর দিন শেষে ঋদ্ধিমান শাহ (১০) ও রবিন্দ্র জাদেজা (১৬) অপরাজিত থেকে মাঠ ছাড়েন। অজি বোলারদের মধ্যে স্পিনার নাথান লায়ন নেন সর্বোচ্চ চার উইকেট। পেসার জস হ্যাজেলউড ও প্যাট কামিন্স একটি করে উইকেট দখল করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ