শুক্রবার ১৭ মে ২০২৪
Online Edition

জিরদের জোড়া গোলে ফ্রান্সের জয় নেদারল্যান্ডসের পরাজয়

জোড়া গোল করলেন অলিভিয়ে জিরদ। এক গোল অঁতোয়ান গ্রিজমানের। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে লুক্সেমবার্গের মাঠ থেকে সহজ জয় নিয়ে ফিরল ফ্রান্স। একই রাতে বুলগেরিয়ার মাঠে হোঁচট খেয়েছে নেদারল্যান্ডস। ফ্রান্সের জয়টি ৩-১ গোলের। এই জয়ে ইউরো অঞ্চলের বাছাইয়ে ‘এ’ গ্রুপে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে দিদিয়ের দেশমের দল। বুলগেরিয়ার কাছে ২-০ ব্যবধানে হারা নেদারল্যান্ডস ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। নিজেদের মাঠে বেলারশকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেয়া সুইডেন ১০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। গত শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে ২৮তম মিনিটে এগিয়ে যায় ফ্রান্স। ৩৪তম মিনিটে অরেলিয়ে জোয়াকিম পেনাল্টি থেকে সমতায় ফেরান লুক্সেমবার্গকে। তিন মিনিট পর স্পট কিক থেকে ফ্রান্সকে ফের এগিয়ে নেন আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড গ্রিজমান। ৭৭তম মিনিটে নিখুঁত হেডে স্কোরলাইন ৩-১ করেন আর্সেনালের ফরোয়ার্ড জিরদ। এদিকে প্রথমার্ধে দুই গোল হজম করা নেদারল্যান্ডস শেষ পর্যন্ত বুলগেরিয়ার মাঠ থেকে হার নিয়ে ফেরে। ডাচদের জালে দুটি গোলই করেন স্পাস দেলেভ। পঞ্চম মিনিটে দলকে এগিয়ে নেয়া দেলেভ ২০তম মিনিটে সতীর্থের হেড থেকে পাওয়া বল ডি-বক্সের একটু বাইরে থেকে নীচু শটে দ্বিতীয় গোলটি করেন। ইন্টারনেট

অনলাইন আপডেট

আর্কাইভ