শুক্রবার ১৭ মে ২০২৪
Online Edition

স্বাধীনতা দিবস বক্সিং প্রতিযোগিতা সমাপ্ত

স্পোর্টস রিপোর্টার : মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে দুইদিনব্যাপী বক্সিং প্রতিযোগিতা গতকাল রোববার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে। ছেলেদের জুনিয়র বিভাগের ৪৯ কেজি ওজন শ্রেণিতে চ্যাম্পিয়ন হন খিলগাঁও প্রগতি সংসদের মো. ইমরানুল ফয়সাল, রানার্স-আপ হন বিকেএসপির মো. হাসিবুল হাসান। ৫২ কেজি ওজন শ্রেণিতে চ্যাম্পিয়ন হন বিকেএসপির মো. আব্দুর জব্বার, রানার্স-আপ হন গাজীপুর জেলার মো. সামিউল ইসলাম। ৫৬ কেজি ওজন শ্রেণিতে চ্যাম্পিয়ন হন ঢাকা ম্যারিনার্স ক্লাবের মো. আশরাফুল ইসলাম, রানার্স-আপ হন গাজীপুর জেলার মো. নোমান। বালিকাদের ৪২ কেজি ওজন শ্রেণিতে চ্যাম্পিয়ন হন বিকেএসপির জান্নাতুল ফেরদৌস, রানার্স-আপ হন বিকেএসপির আফরা খন্দকার।
বালিকাদের ৪৬ কেজি ওজন শ্রেণিতে চ্যাম্পিয়ন হন ঢাকা জেলা ক্রীড়া সংস্থার যমুনা আক্তার, রানার্স-আপ হন বিকেএসপির মোছাঃ ফারজানা। পুরুষদের সিনিয়র বিভাগের ৪৯ কেজি ওজন শ্রেণিতে চ্যাম্পিয়ন হন বাংলাদেশ সেনাবাহিনীর দীন আলদীন পলাশ, রানার্স-আপ হন বিজিবির শ্রী বিলাস কুমার। ৫২ কেজি ওজন শ্রেণিতে চ্যাম্পিয়ন হন বাংলাদেশ সেনাবাহিনীর সাইফুল ইসলাম বাবু, রানার্স আপ হন বিকেএসপির মো. আজহারুল ইসলাম। ৫৬ কেজি ওজন শ্রেণিতে চ্যাম্পিয়ন হন বাংলাদেশ সেনাবাহিনীর আহসান হাবীব, রানার্স-আপ হন বিজিবির মো. মিলন। ৬০ কেজি ওজন শ্রেণিতে চ্যাম্পিয়ন হন বিজিবির মো. আল-আমিন, রানার্স-আপ হন বাংলাদেশ সেনাবাহিনীর মো. শাহাদাত হোসেন। ৬৪ কেজি ওজন শ্রেণিতে চ্যাম্পিয়ন হন বিজিবির মো. আব্দুর রাজ্জাক, রানার্স-আপ হন বাংলাদেশ সেনাবাহিনীর মো. আশিকুর রহমান। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক ক্রীড়া ও যুগ্ম-সচিব মো. মোশাররফ হোসেন মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)।

অনলাইন আপডেট

আর্কাইভ