শনিবার ১৮ মে ২০২৪
Online Edition

আহমদ ছফা সাহিত্য পুরস্কার-২০১৬ ঘোষণা

শুদ্ধ বানান চর্চা (শুবাচ), চট্টগ্রাম বিভাগ এবং চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে গঠিত আহমদ ছফা সাহিত্য পুরস্কার পরিষদ, চট্টগ্রামের সার্বিক বিবেচনায়  আহমদ ছফা সাহিত্য পুরস্কার বিজয়ী নির্ধারণ কমিটির সুপারিশমতে চার বিশিষ্ট ব্যক্তিকে আহমদ ছফা সাহিত্য পুরস্কার ২০১৬ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আহমদ ছফা সাহিত্য পুরস্কার ২০১৬ এ মনোনীত ব্যক্তিরা হলেন (১) প্রখ্যাত শিক্ষাবিদ ড. হায়াৎ মামুদ, (২) প্রাবন্ধিক ও গবেষক মোরশেদ শফিউল হাসান, (৩) কথাসাহিত্যিক জাকির তালুকদার, (৪) গবেষক সুদীপ্ত হাননান।

আগামী ১০ মার্চ, ২০১৭ তারিখে চট্টগ্রামে আহমদ ছফা স্মরণে আলোচনা সভা ও বইমেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসাবে নগদ অর্থ, ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হবে। এই উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করবেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক, গবেষক, ইতিহাসবেত্তা, ভাষাবিজ্ঞানী ও ব্যাকরণবিদ ও শুবাচ কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আমীন। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ¯েœহধন্য, মার্কিন জেনারেল (অব.) ড. প্রফেসর ইলিয়স দ্যামি। ওইদিন সকাল ৯.০০ ঘটিকা হতে রাত ৯.০০ ঘটিকা পযন্ত বইমেলা চলবে। উক্ত বইমেলায় ড. মোহাম্মদ আমীন লিখিত ও পুথিনিলয় থেকে প্রকাশত বইসহ আহমদ ছফাকে নিয়ে লেখা গ্রন্থসমূহ পাওয়া যাবে।

- সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন

অনলাইন আপডেট

আর্কাইভ