শুক্রবার ১৭ মে ২০২৪
Online Edition

আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় কাতার যাচ্ছেন বাংলাদেশের তিন প্রতিযোগী

 

গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় অংশ নিতে কাতার গেছেন বাংলাদেশের তিন প্রতিযোগী। প্রথম পর্বে বাছাইয়ের পর বিজয়ী হয়ে কাতারে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার মূল পর্বে অংশগ্রহণ করতে হাফেজ মুহা. মাহমুদুল হাসান (ছাত্র-তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসা যাত্রাবাড়ী) হাফেজ মুহা. ওসামা বিন নজরুল (ছাত্র-তাহসিন ইন্টা. হিফজ মাদরাসা যাত্রাবাড়ী), হাফেজা তাফরিহা বিনতে তাবারক (ছাত্রী-সাউদা বিনতে জাম’আহ আন্তর্জাতিক বালিকা মাদরাসা ওয়ারি)। এরা তিনজনই আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী নাজমুল হাসানের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্র/ছাত্রী।

তারা দেশবাসীর কাছে আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় ভালো ফলাফল করে বাংলাদেশের সুনাম বিশ্বদরবারে উঁচু করতে পারে এজন্য সকলের কাছে দোয়াপ্রার্থী। প্রেস বিজ্ঞপ্তি।

 

অনলাইন আপডেট

আর্কাইভ