মঙ্গলবার ১৪ মে ২০২৪
Online Edition

ম্যানচেস্টারেই থাকছি আমি -রুনি

চাইনিজ সুপার লীগ ফুটবলে যোগ দেয়ার সকল গুঞ্জনকে উড়িয়ে দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ স্ট্রাইকার ওয়েন রুনি। বর্তমান ক্লাব ম্যান ইউ’তে থাকার ঘোষণাই দিলেন তিনি, ‘আমি ম্যান ইউ’তেই থাকবো। আপাতত চাইনিজ ক্লাবে যোগ দেয়ার কোন ইচ্ছা আমার নেই।’ ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহোর সাথে মনোমালিন্য চলছে রুনির। এমনটাই ধারণা ফুটবল বিশেষজ্ঞদের। নয়তো চলমান মওসুমে বেশিরভাগ ম্যাচেই কেন রুনিকে একাদশের বাইরেই রেখেছেন মরিনহো। এ মওসুমে সব মিলিয়ে মাত্র ২৯ ম্যাচ খেলেছেন রুনি। গোল করেছেন মাত্র ৫টি। গোল না পাওয়াটাও কারণ হতে পারে। রুনির এমন দুর্দশার দিনে তার দিকে হাত বাড়িয়ে দিয়েছে চীনের পাঁচটি ক্লাব। তাই নিজের এজেন্ট পল স্টেটফোর্ডকে চীনেও পাঠিয়েছেন রুনি, এমনও গুঞ্জন আছে। তাতে বাতাসে জোড় গুঞ্জন উঠেছে, ইংল্যান্ড ছেড়ে চীনে যাবার পথ খুঁজছেন রুনি। তবে এসব গুঞ্জনকে উড়িয়ে দিলেন রুনি। তিনি বলেন, ‘চীনের ক্লাবগুলো আমার প্রতি আগ্রহ দেখিয়েছে। তাদের আগ্রহ দেখে আমি বেশ খুশী। তবে দুঃখের সাথে জানাচ্ছি, আপাতত চাইনিজ ক্লাবে যোগ দেয়ার কোন ইচ্ছা আমার নেই। ম্যান ইউ’তেই থাকতে চাচ্ছি। আগে যেমন ছিলাম, ভবিষ্যতেও এভাবেই থাকতে চাই। ক্লাবের সাথে সময়টা দারুণ কাটছে। উপভোগও করছি।’ পল পগবা ও জøাতান ইব্রাহিমোভিচ ম্যান ইউ’তে যোগ দেয়ায়, রুনির ওপর থেকে নিজের আস্থা সরিয়ে নিয়েছেন মরিনহো। তাই রুনির ওপর আস্থা রাখতে পারছেন না মরিনহো। এমন চিত্র স্পষ্টই। তবে এসব নিয়ে না ভেবে দলের প্রয়োজনে সবকিছু করার প্রত্যয় রুনির, ‘১২ বছর ধরে ম্যান ইউ’তে আছি। ৫শ’র উপর ম্যাচ খেলে ফেলেছি। ভবিষ্যতেও নিজেকে আরও বিলিয়ে দেব দলের জন্য। ম্যান ইউ’র ভালোর জন্য সবকিছু করতে প্রস্তুত আমি।’ বাসস।

অনলাইন আপডেট

আর্কাইভ