রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

বাংলাদেশের টেস্ট হায়দরাবাদেই -মনোজ

স্পোর্টস রিপোর্টার : আগামী ৮ ফেব্রুয়ারি থেকে হায়দরাবাদে ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলার কথা বাংলাদেশের। বাংলাদেশ ২০০০ সালে টেস্ট মর্যাদা পেলেও একমাত্র ভারতের মাটিতেই এখন পর্যন্ত কোনো টেস্ট খেলেনি। আইসিসির ভবিষ্যত সফরসূচি অনুযায়ী গত অগাস্টে ভারতে খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু ভারতের  ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য তা সম্ভব হয়নি। পরে ফেব্রুয়ারিতে সফর চূড়ান্ত করে বিসিসিআই। প্রথমে কলকাতার ইডেন গার্ডেনে টেস্টটি হওয়ার কথা ছিল। পরে এটা নেয়া হয় হায়দরাবাদে। কিন্তু ভেন্যূ নিয়ে আবার শুরু নতুন জটিলতা। হায়দরাবাদ না কলকাতা তা নিয়ে আবার নতুন অনিশ্চয়তা তৈরী হয়। ততে ভারতে বাংলাদেশের টেস্টের ভেন্যু নিয়ে কোনো অনিশ্চয়তা নেই এমনটাই জানিয়েছেন, হায়দরাবাদ ক্রিকেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) সচিব কে জন মনোজ। তিনি জানান, টেস্ট তো বটেই, এমনকি প্রস্তুতি ম্যাচ আয়োজনের জন্যও প্রস্তুত তারা। গত রোববার ভারতের দৈনিক দ্য হিন্দু জানায়, আর্থিক কারণে বাংলাদেশ টেস্ট আয়োজনে অপারগতা জানিয়েছে এইচসিএ। খবরটি গুজব বলে উড়িয়ে দিয়ে গতকাল পিটিআইকে মনোজ বলেন,‘এইচসিএ কখনও টেস্ট ম্যাচ আয়োজনে অনীহা  দেখায়নি।  টেস্টের আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচ আয়োজনেও হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রস্তুত। আর্থিক কারণে অপারগতা জানিয়েছে এইচসিএ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ প্রস্তুতি ম্যাচের জন্য এক সপ্তাহ আগে আসতে চায়। তার জন্যও আমাদের পর্যাপ্ত অর্থ রয়েছে। আমি জানি না, কারা এসব গুজব ছড়ায়। সম্ভবত অযোগ্য কিছু বিসিসিআই কর্মকর্তা এসব ভিত্তিহীন গুজব ছড়াতে চায়। তাই আবারও বলছি, হায়দরাবাদ টেস্ট ম্যাচ আয়োজন করবে।’

অনলাইন আপডেট

আর্কাইভ