রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

টেস্ট খেলতে বাংলাদেশ দল ওয়েলিংটনে

স্পোর্টস রিপোর্টার : নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাাদেশ। এবার বাংলাদেশের সামনে টেস্ট সিরিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজে  নিজেদের তুলে ধরতে চায় বাংলাদেশ। আগামী ১২ জানুয়ারি থেকে ওয়েলিংটনে প্রথম  টেস্ট শুরু হবে। আর বাংলাদেশ দল প্রথম টেস্ট খেলার জন্য গতকালই ওয়েলিংটনে এসে পৌঁছেছে টাইগাররা। তবে যারা টেস্ট স্কোয়াডের বাইরে, তারা সবাই দেশে ফিরছেন। শুভাগত হোম, তানবির হায়দার, মোসাদ্দেক হোসেন সৈকত ও এবাদত হোসেন গতকাল সকালেই দেশের পথে মাউন্ট মঙ্গানুই থেকে বিমান ধরেছেন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টি টুয়েন্টি সিরিজ ও দুটি ওয়ানডে মিস করা টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, মমিনুল হক, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বি ১৫ জনের  টস্ট দলের সাথে যুক্ত হয়ে ওয়েলিংটন এসেছেন। মাশরাফি আর ওয়েলিংটন আসেননি। মাশরাফি স্ত্রী-সন্তানসহ মাউন্ট মঙ্গানুই থেকে অবকাশ যাপনের জন্য সিডনি যাবেন। আর মাশরাফি মাউন্ট মঙ্গানুই থেকে সরাসরি অকল্যান্ড গেছেন। সেখানে হাতের কব্জির জন্য ডাক্তার দেখিয়ে তারপর সিডনি চলে যাবেন।

অনলাইন আপডেট

আর্কাইভ