শুক্রবার ১৭ মে ২০২৪
Online Edition

ক্ষমতাসীন আ’লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় -মির্জা ফখরুল

গতকাল বুধবার রাজধানীর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন জাগপা সভাপতি শফিউল আলম প্রধানকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর -সংগ্রাম

স্টাফ রিপোর্টার: ক্ষমতাসীন আ’লীগের অধীনে কোনোদিন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে আবারো মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সরকার নির্বাচনী প্রক্রিয়াকে দেশে-বিদেশে প্রশ্নবিদ্ধ করেছে। তিনি বলেন, দেশের মানুষ তাদের ভোটাধিকার চায়। এজন্য একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের পাশাপাশি নিরপেক্ষ সরকারও জরুরী। গতকাল বুধবার দুপুরে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ২০দলীয় জোটের শরিক জাগপা সভাপতি শফিউল আলম প্রধানকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হন প্রধান।

গত এক বছরে বিএনপির নিজের কাজের মূল্যায়ন করতে বলা হলে মির্জা ফখরুল বলেন, চলতি বছর দলের জাতীয় কাউন্সিল ও দল গোছানোকে সাফল্য হিসেবে দেখছেন তিনি। ফখরুল বলেন, চলতি বছরে আমাদের সাফল্য অনেক। আমরা সফলভাবে কাউন্সিল করতে পেরেছি। প্রতিকূল অবস্থার মধ্যেও দল গোছাতে পারা এটাও আমাদের সাফল্য। চলতি বছরের মার্চে বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলন করে বিএনপি। এরপর দলের সাড়ে পাঁচশ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের স্মরণে বিএনপির কর্মসূচিতে সরকার বাধা দেবে না বলে আশা করেন ফখরুল। ওই দিনের কর্মসূচি গণতান্ত্রিক হবে বলেও নিশ্চয়তা দিয়েছেন তিনি। ফখরুল বলেন, আমরা ৫ জানুয়ারি গণতান্ত্রিক কর্মসূচি পালন করবো। আশা করি সরকার তাতে বাধা দেবে না।

 জেলা পরিষদ নির্বাচনে বিএনপির অংশ না নেয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ফখরুল। বলেন, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বিএনপি জেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়নি। তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশন নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বর্তমান সরকারের অধীনে কোনোদিন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও দাবি করেন তিনি। জাগপার মহাসচিব খন্দকার লুৎফর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে গতকাল বিকাল ৪ টায় জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপার) প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের আরোগ্য কামনায় আসাদ গেট দলীয় কার্যালয়ে জাগপা আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাগপার কেন্দ্রীয় সহ সভাপতি খন্দকার আবিদুর রহমান। উপস্থিত ছিলেন জাগপার কেন্দ্রীয় সহ সভানেত্রী অধ্যাপিকা রেহেনা প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, কেন্দ্রীয় সহ সভাপতি আবু মোজাফফর মোঃ আনাস, মাস্টার এম.এ মান্নান, রকিব উদ্দিন চৌধুরী মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, ভিপি মজিবুর রহমান, অধ্যাপক ইকবাল হোসেন, সৈয়দ শফিকুল ইসলাম, দেওয়ান নাসির উদ্দিন, মহিলা জাগপা নেত্রী শাহীনুর রহমান, যুব জাগপার সভাপতি আলহাজ্ব ফায়জুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ফরিদউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রিয়াজ রহমান, নগর যুব জাগপার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগ সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রুবেল প্রমুখ। 

এছাড়া গতকাল সকালে শফিউল আলম প্রধানকে দেখতে হাসপাতালে যান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট তৈমুর আলম খন্দকার, এনপিপি’র চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

অনলাইন আপডেট

আর্কাইভ