সোমবার ১৩ মে ২০২৪
Online Edition

রামপালে মাদকদ্রব্য উদ্ধারের সময় এসআই সুদেব আহত আটক ২

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা : রামপালে মাদকদ্রব্য উদ্ধারের সময় মাদক ব্যবসায়ী মোঃ আজমল হোসেন ওরফে সুজার আঘাতে রামপাল থানার এসআই সুদেব কুমার (৩৫) গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় রামপাল থানায় পৃথক ২টি মামলা দায়ের হয়েছে। আটককৃত আজমল ওরফে সুজা ও সুরাজকে আদালতের মাধ্যমে বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে রামপাল থানার এসআই সুদেব কুমার উপজেলার হুড়কার গোনা বেলাই ব্রিজ এলাকায় অভিযান চালান। এসময় হুড়কার ধর্ম দাস রায়ের পুত্র মাদক বিক্রেতা সুরাজ রায় ও গোবিন্দপুর গ্রামের আবু জাফর শেখের পুত্র মোঃ আজমল হোসেন ওরফে সুজাকে আটক করলে আজমল হোসেন সুজা পুলিশের উপর আক্রমন করে। এতে এসআই সুদেব কুমারের ডান হাতের ৩টি আঙ্গুল ভেঙ্গে গুরুতর জখম হন। ওই সময়ে তাদের কাছ থেকে ১শত গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে। তাকে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা প্রদান করা হয়। রামপাল থানার ওসি মোঃ বেলায়েত হোসেন এসআই সুদেবের আহত ও গাজা উদ্ধারের ঘটনা নিশ্চিত করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ