শুক্রবার ০৩ মে ২০২৪
Online Edition

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী আটক

গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা: রাজশাহীর গোদাগাড়ীতে দেড় কোটি টাকা মূল্যের দেড় কেজি হেরোইনসহ রোকশানা খাতুন (২৬) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোদাগাড়ী থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দুপুরে গোদাগাড়ী মডেল থানা অফিসার ইনচার্জ হিপজুর আলম মুন্সির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৌর এলাকার রমানগর গ্রামের সাইফুল ইসলামের বাড়ীতে অভিযান চালাতে যায়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগে করে হেরোইনগুলি নিয়ে পালানোর সময় রোকশানা খাতুনকে হাতে নাতে আটক করা হয়। আটককৃত রোকশানা পৌর এলাকার রামনগর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ জানান, রোকশানা দীর্ঘদিন যাবৎ তার নিজ বাড়ীতে থেকে হেরোইন ব্যবসা করে আসছিল। সে কিছুদিন থেকে পুলিশের নজরদারিতে ছিল।
ওসি আরও জানান, গোড়াগাড়ীকে মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে চিরুনী অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে।
আটককৃত রোকশানাকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ