রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

ইরাকে আইএসের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০০

২৫ নবেম্বর, আলজাজিরা/বিবিসি : ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে হিলা শহরে আইএসের আত্মঘাতী ট্রাক বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১০০ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের অধিকাংশই ইরানের শিয়া পুণ্যার্থী। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
হামলায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে বলে দাবি করেছে তাদের কথিত বার্তা সংস্থা আমাক নিউজ এজেন্সি।
গত বৃহস্পতিবার বাগদাদের প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে হিল্লা এলাকায় একটি পেট্রোল পাম্প ও রেস্তোরাঁ সংলগ্ন সড়কে এ হামলা চালানো হয়। এ সময় ওই সড়ক দিয়ে পবিত্র শহর কারবালায় আরবাইন নামের একটি ধর্মীয় অনুষ্ঠান শেষে বাসযোগে তীর্থযাত্রীরা ফিরছিলেন।
আরবাইন হচ্ছে ইমাম হোসেন (রা.)-এর চেহলাম। এটি শিয়াদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান। ইসলামের বিশ্বাস অনুযায়ী ইরাকের কারবালার পবিত্র ভূমিতেই ইয়াজিদের সঙ্গে যুদ্ধে জড়িয়েছিলেন মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর দুই দৌহিত্র ইমামম হোসেন এবং ইমাম হাসান। এই পবিত্র নগরীতেই প্রাণ হারিয়েছিলেন তারা। সে কারণেই ইরাকের কারবালা শহরে প্রতিবছর এ উপলক্ষে শিয়ারা জমায়েত হয়।
বৃহস্পতিবার সেখান থেকে ফেরার পথে তীর্থযাত্রীদের বাস আল হিল্লা শহরের একটি পেট্রোল পাম্প সংলগ্ন রেস্তোরাঁয় যাত্রাবিরতি করেন। এ সময় ওই রেস্তোঁরাটির কাছেই একটি ট্রাক বোমার বিস্ফোরণ ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের অধিকাংশই ইরান ও বাহরাইনের নাগরিক।
ইরানী শিয়া তীর্থযাত্রীদের বহন করা বাসগুলোকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আত্মঘাতী হামলা চালানো গাড়িটি পার্ক করে রাখা ছিল। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে পেট্রল স্টেশনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। পাশাপাশি অনেক গাড়িতে আগুন ধরে যায়।
চলতি বছর অক্টোবরে আশুরা পালনের সময় ইরাকের বাগদাদে শিয়া মুসলিমদের এক সমাবেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৩২ জন নিহত হন। ওই ঘটনায় অন্তত ৬০ জন আহত হয়েছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ