সোমবার ১৩ মে ২০২৪
Online Edition

এন্টি-ডোপিং ওয়ার্কশপ

গতকাল সকালে বিকেএসপি’ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন আয়োজিত এন্টি-ডোপিং সচেতনতা ও শিক্ষামূলক একটি ওয়ার্কশপ এর আয়োজন করা হয় । দিন ব্যাপী এ ওয়ার্কশপের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া যুগ্ম সচিব মো. ওমর ফারুক, এনডিসি। প্রধান অতিথি তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন ‘এন্টি-ডোপিং সচেতনতার মাধ্যমে আমরা জাতিকে একটি পরিচ্ছন্ন ক্রীড়াঙ্গন উপহার দিতে চাই। তিনি আরও বলেন বাংলাদেশে এ ধরনের ওয়ার্কশপ এবারই প্রথম, তাই খেলোয়াড় তৈরির সূতীকাগার বলে চিহ্নিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকেই শুরু হলো এ ওয়ার্কশপের সূচনা।’ ওয়ার্কশপটিতে সভাপতিত্ব করেন বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সামছুর রহমান, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফকরুদ্দিন হায়দার, বিকেএসপি’র পরিচালক (প্রশিক্ষণ) মো. মোশারফ হোসেন মোল্লা, কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ, যুব ও ক্রীড়া উপ-সচিব গৌতম চন্দ্র পাল। ইউনেস্কোর সহযোগিতায় বাংলাদেশের তিনটি ভেন্যুতে ডোপিং বিরোধী শিক্ষা এবং ওয়ার্কশপ এর আয়োজন করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ